ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে ৬ বিক্ষোভকারী গুলিবিদ্ধ

প্রকাশিত: ১১:৫১, ৮ আগস্ট ২০১৯

কাশ্মীরে ৬ বিক্ষোভকারী গুলিবিদ্ধ

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর বিক্ষোভ দেখিয়েছে কাশ্মীরের জনগণ। বিক্ষোভের ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের শ্রীনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, ছয়জনই গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার অমিত শাহ ঘোষণা করেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হলো। এ ঘোষণার ফলে রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু ও কাশ্মীর। এ সময় তিনি জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠনেরও ঘোষণা দেন। তবে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। লোকসভায় কাশ্মীরকে নিয়ে মোদি সরকারের এমন সিদ্ধান্তের দিনকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেস রাজনীতিবিদ মনিষ তেওয়ারি। -ডন
×