ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাপানের উচিত পরমাণু নিষিদ্ধকরণ চুক্তি সমর্থন করা ॥ মাহাথির

প্রকাশিত: ১১:৪৯, ৮ আগস্ট ২০১৯

জাপানের উচিত পরমাণু নিষিদ্ধকরণ চুক্তি সমর্থন করা ॥ মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি জাপানের সমর্থন করা উচিত। কারণ বিশ্বের মধ্যে একমাত্র জাপানই যুদ্ধের সময় পরমাণু হামলার শিকার হয়েছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা শহরে বুধবার কিওদো নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ঐতিহাসিক ও বাণিজ্য বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিবদমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান। মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি মনে করি, পরমাণু অস্ত্র নিষিদ্ধ করতে জাপানের কঠিন পদক্ষেপ নেয়া উচিত। বিশেষ করে সব ধরনের পরমাণু অস্ত্র থেকে মুক্তি পেতে। কারণ জাপানই বিশ্বের একমাত্র দেশ যারা পরমাণু বোমার হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করেছে। সুতরাং জাপানই সবচেয়ে ভাল বোঝে, পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে সেটা কতটা ভয়ঙ্কর হয়।’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের মধ্যে একমাত্র জাপানই বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার সংঘাতমূলক সমস্যা সমাধানে আগ্রাসী যুদ্ধ, আইনবহির্ভূত বলে ঘোষণা করেছে। এটা চমৎকার উদ্যোগ। অন্য দেশের এটা অনুসরণ করা উচিত।’ এ সময় তিনি জাপানের নিজেকে রক্ষায় যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, শক্তিশালী সামরিক বাহিনী সমৃদ্ধ জাপানকে আগ্রাসী হতে প্রভাবিত করতে পারে অন্যান্য কিছু রাষ্ট্র। -জাপান টুডে ও কিওদো নিউজ
×