ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগান শান্তি প্রক্রিয়ায় কাশ্মীর সঙ্কটের ছায়া!

প্রকাশিত: ১১:৪৮, ৮ আগস্ট ২০১৯

আফগান শান্তি প্রক্রিয়ায় কাশ্মীর সঙ্কটের ছায়া!

ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ায় আফগানিস্তানে শান্তি স্থাপনের প্রচেষ্টায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ তালেবানের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছাতে দুই দেশ ভারত ও পাকিস্তানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের সড়কে অবস্থান নেয়ায় আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার মার্কিন প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। ওয়ালস্ট্রিট জার্নাল। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এরই মধ্যে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা ইতোমধ্যে নয়াদিল্লী ও ইসলামাবাদ সফর করেছেন। মার্কিন প্রতিনিধি দল এবং উভয় দেশই বলছে, এ সফর ছিল পূর্ব নির্ধারিত। সফরে তালেবানের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের জন্য আঞ্চলিক সমর্থন চেয়েছে ওয়াশিংটন। আর শান্তি চুক্তির জন্য পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করা হয় এবং আশাবাদ ব্যক্ত করা হয়, ভারত এতে সমর্থন করবে। পাকিস্তান জানায়, নয়াদিল্লীর সঙ্গে উত্তেজনার ফলে ইসলামাবাদের দৃষ্টি এখন ভারতের সঙ্গে থাকা পূর্বাঞ্চলীয় সীমান্তের সৈন্যদের দিকে, আফগানিস্তানের সঙ্গে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের দিকে নয়। আফগানিস্তানে ১৯৯০’র দশকে প্রক্সি যুদ্ধে অবতীর্ণ হয় ভারত ও পাকিস্তান। এর ফলে দেশটি গৃহযুদ্ধের দিকে যায়। এমনকি ২০০১ সালের পর নয়াদিল্লী ও ইসলামাবাদকে দুটি ভিন্ন পক্ষকে সমর্থন করতে দেখা যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের কর্মকা-ের ফলে যুদ্ধ বেঁধে যেতে পারে। কাশ্মীরের মর্যাদাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ভারত। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করতে সোমবার ৩৭০ ধারা বিলোপ করে ভারত। এর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে এই ভূ-স্বর্গে। সেখানকার সকল প্রকার যোগাযোগ বিশেষ করে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে মিছিল সমাবেশ সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধা-সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য। স্থানীয় প্রভাবশালী নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। রাজধানী শ্রীনগরের সকল বিদ্যালয় বন্ধ এবং জনসাধারণের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
×