ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা উত্তাল, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যান

প্রকাশিত: ১১:১৮, ৮ আগস্ট ২০১৯

পদ্মা উত্তাল, শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে ফেরি, লঞ্চ ও স্পীডবোট চলাচল বুধবার দুপুরে বন্ধ হয়ে গেছে। এতে শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় থাকা ৭ শতাধিক যানবাহন আটকা পড়েছে। বহু যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধি পেয়ে স্রোতের তীব্রতা বেড়েছে। বাতাস বইছে, উত্তাল পদ্মায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এদিকে প্রবল স্রোতে এবং পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ৩ নং ফেরিঘাট ডুবে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ১ ও ২নং ফেরিঘাটের র‌্যাম সরে যাওয়ায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার রাত ১২ টার পর ফেরি চলাচল বন্ধ হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট মেরামতের পর বুধবার সকাল ৬টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। নদী আরও বেশি উত্তাল হওয়ায় দুপুর সোয়া ১টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর লঞ্চ ও স্পীডবোটসহ অন্যান্য নৌযান সকাল থেকেই বন্ধ রয়েছে। নুরা বয়াতির চরে এবং ফেরি চ্যানেলের মুখে দুটি গরুবাহী ট্রলারের তলা ফেটে যায়। পরে দ্রুত গরু নামিয়ে চরে রাখা হয়। এদিকে শিমুলিয়াঘাটে ৫০টি নাইট কোচসহ ৭ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নৌ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তাছাড়া ২ ও ৩ নং ঘাটের র‌্যাম ছুটে ও নোঙর ছিঁড়ে ঘাট সংলগ্ন ২টি হোটেল ও ৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মা অববাহিকায় প্রচ- ঢেউ ও তীব্র ¯্রােতের কবলে নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। দুপুরে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বৈরী আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার চালু করা হবে। অল্পের জন্য রক্ষা ॥ ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে গেলে চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছে ৬০ গরু। গরুভর্তি ট্রলারটি নিরাপদে চরে তুলে দেয় এর চালক। মাওয়া নৌ পুলিশের আইসি-২ মোঃ জহিরুল ইসলাম জানিয়েছে, দুপুরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেলের মুখে উত্তাল পদ্মার ঢেউয়ের আঘাতে একটি গরুবাহী ট্রলারের তলা ফেটে যায়। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ॥ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর থেকে জানান, অপরদিকে ঢাকামুখী গরু বোঝাই অসংখ্য ট্রাক আটকে পড়ায় গরু অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘ সময় আটকে পড়ায় কাউসার মিয়ার নামের এক গরু ব্যবসায়ীর একটি গরু মারা গেছে। উভয় ঘাটে আটকে পড়েছে সহ¯্রাধিক যানবাহন। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পাটুরিয়া যানবাহনের দীর্ঘ সারি ॥ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। নদীতে ¯্রােত ও ঝড়ো হাওয়ার কারণে বুধবার দুপুর থেকে ফেরি চলাচল ধীরগতি হওয়া এবং ঈদের গাড়ির চাপ বৃদ্ধি পাওয়াতে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে করে নৌরুট পারাপারের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। সন্ধ্যায় নৌরুটে নৌ চলাচল বন্ধ করা হয়। পদ্মা নদীতে ¯্রােত ও ঝড়ো হাওয়ার থাকার কারণে ফেরিগুলো ধীর গতিতে চলাচল করছে। নৌরুট পারাপারে সময় লাগছে প্রায় দ্বিগুণ। অপরদিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় খালি গরুর ট্রাকের চাপ রয়েছে বেশি। সব মিলিয়ে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারিও দীর্ঘ হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।
×