ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচ দিতে হবে সরকারীভাবে ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:১২, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচ দিতে হবে সরকারীভাবে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অনেক জেলায় ডেঙ্গু চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। সব জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার কিট সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাপা আয়োজিত এক কর্মসূচী থেকে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জাপা বিপুলসংখ্যক কর্মীও অংশ নেন। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেভাবে সচেতনতা বৃদ্ধি করা দরকার ছিল, সেটি করতে ব্যর্থ হয়েছে সরকার এমন মন্তব্য করে সাবেক মন্ত্রী কাদের বলেন, আমরা রাজনীতিবিদ, ডাক্তার নই। আমরা সরকারকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারি। প্রতি জেলা শহরে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা করতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের শরীরে রক্তের প্লাটিলেট দেয়ার যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে জনগণের কণ্ঠস্বর। তাই সাধারণ মানুষের ডেঙ্গু আতঙ্কে, আমরা ঘরে বসে থাকতে পারি না। সারা বছর ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে বাধ্য করব আমরা।
×