ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর কারণে পরিস্থিতি ভয়ঙ্কর ॥ রিজভী

প্রকাশিত: ১১:১২, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গুর কারণে পরিস্থিতি ভয়ঙ্কর ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু রোগের কারণে বর্তমানে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার প্রথমে ডেঙ্গুকে গুরুত্ব না দেয়ায় এখন মহামারীর রূপ নিয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত ডেঙ্গু পরামর্শ কেন্দ্র ও হটলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন সরকারের ব্যর্থতায় ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে। আরও এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় ঐক্য প্রয়োজন। রিজভী বলেন, সরকার ডেঙ্গু রোগ সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা এবং সুশীল সমাজের সতর্ক বার্তাকে ভ্রƒক্ষেপ করেনি। বরং মশকরা আর উপহাস করেছে। যিনি প্রধান দায়িত্বে ছিলেন সেই স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে গিয়েছিলেন। রিজভী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ গ্রামে যাবেন। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে কোন কার্যকর ব্যবস্থা নেই। যেখানে ঢাকাতেই এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসক, শিক্ষার্থীসহ অনেকেই মারা যাচ্ছে। সেখানে গ্রামের কি অবস্থা হবে? এ বিষয়ে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেয়া। সরকারের ব্যর্থতায় ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে- খসরু : সরকারের ব্যর্থতায় দেশে ডেঙ্গু রোগ এখন মহামারীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খসরু বলেন, দেশে এখন আইনের শাসন নেই। দেশের প্রধান বিচারপতিকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু মহামারীতে পরিণত হয়েছে। এটা কি বিতর্কিত করার বিষয়? এটা কি বহির্বিশ্বের মানুষ জানে না? ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় ঐক্য প্রয়োজন- নোমান : ডেঙ্গু এখন জাতীয় দুর্যোগ বলে মন্তব্য করে এই রোগ নিয়ন্ত্রণে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বুধবার দুপুরে ধানম-ি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু মোকাবেলায় সচেতনামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নোমান বলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি এটি তাদের মন্ত্রী-এমপিদের বক্তব্যেই ফুটে উঠেছে। আমরা মনে করছি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। এ সময় আবদুল্লাহ আল নোমানের সঙ্গে উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।
×