ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এটিএম বুথে ঢুকে নিরাপত্তাকর্মী খুন

প্রকাশিত: ১১:০৯, ৮ আগস্ট ২০১৯

এটিএম বুথে ঢুকে নিরাপত্তাকর্মী খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে এটিএম বুথের ভেতরে ঢুকে বুধবার এক নিরাপত্তা কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলিনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন এবং গাজীপুর মহানগরীর বোর্ড বাজারস্থিত এবি ব্যাংকের শাখায় এটিএম বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, বুধবার ভোরে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারস্থ এবি ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর আলম। ভোর পৌনে ৫টার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা লুঙ্গি পরিহিত এক দুর্বৃত্ত ওই বুথের ভেতরে প্রবেশ করে। এ সময় ওই দুর্বৃত্ত বড় চাকু দিয়ে নাক, মুখ, গলা, পেটে এলোপাতাড়ি কুপিয়ে ও কেটে নিরাপত্তা কর্মী জাহাঙ্গীরকে খুন করে পালিয়ে যায়। এতে নিহতের নাড়িভুরি বের হয়ে যায়। সকালে এক গ্রাহক টাকা তুলতে বুথে প্রবেশ করে ভেতরে নিরাপত্তা কর্মী জাহাঙ্গীরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, হত্যাকারী বুথ থেকে কোন টাকা-পয়সা বা অন্য কোন কিছু নেয়নি। ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে বিকেল পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
×