ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চরমপন্থী ফিরোজ বাহিনী প্রধানের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৮, ৮ আগস্ট ২০১৯

চরমপন্থী ফিরোজ বাহিনী প্রধানের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ আগস্ট ॥ মাগুরা রাজবাড়ীর সীমান্তবর্তী শ্রীপুরের গড়াই নদীর চর আলমডাঙ্গি থেকে বুধবার বিকেলে মাগুরার শ্রীপুর থানা পুলিশ চরমপন্থী ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজের (৩৫) লাশ উদ্ধার করেছে। সে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার নগরবাথান গ্রামের আকবর আলীর ছেলে। নিহত ফিরোজের মাথায় ধারালো অস্ত্রের দুটি কোপ রয়েছে। শ্রীপুর থানার পুলিশ জানায়, মাগুরা-রাজবাড়ীর সীমান্তবর্তী শ্রীপুরের গড়াই নদীর চর আলমডাঙ্গি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শর্য্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চরমপন্থী দুই দলের মধ্যে সংঘর্ষে অপর গ্রুপের হাতে চরমপন্থী ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজ খুন হয়েছে। হত্যার পর অন্য চরমপন্থী গ্রুপ লাশটি গড়াই নদীর চরে ফেলে রেখে গেছে।
×