ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ লাখ জরিমানা

প্রকাশিত: ১৩:১২, ৭ আগস্ট ২০১৯

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ লাখ জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি খাদ্যদ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১১’র একটি ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আটককৃত স্টোরকিপার ইমান আলী খান (৩৭), শ্রমিক মোহাম্মদ তৌহিদ মিয়া (১৮) ও মোহাম্মদ সাইদুল ইসলামকে (৪২) তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে উপজেলার কাঁচপুর বিসিক এলাকার ‘মক্কা কনজ্যুমার ফুড প্রোডাক্ট লিমিটেড’ নামে কারখানায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলের র‌্যাব-১১ মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
×