ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতুরুর চুক্তি স্থগিত, শ্রীলঙ্কার কোচ জয়ারত্বে

প্রকাশিত: ১২:১৭, ৭ আগস্ট ২০১৯

হাতুরুর চুক্তি স্থগিত, শ্রীলঙ্কার কোচ জয়ারত্বে

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে ব্যর্থতার পরই শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল কোচ হাতুরুসিংহের কাজে সন্তুষ্ট নয় তারা। তাকে স্বেচ্ছায় সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেটি করেননি। ফলে হাতুরুর চুক্তি স্থগিত করে নতুন কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার পরিবর্তে দেশটির সাবেক ক্রিকেটার ও লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান অপারেটিং অফিসার জেরোমে জয়ারতেœকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জানা গেছে, ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি২০ ম্যাচের সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জয়ারতেœ। তবে এ সিরিজের পর পূর্ণ মেয়াদের কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহান ডি সিলভা বলেন, ‘আমরা হাতুরুসিংহের সঙ্গে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন জেরোমে জয়ারতেœ। হাতুরু কখনই তার কাজের জন্য জবাবদিহি করতে রাজি নয়। তাই আমরা তার চুক্তি স্থগিত করেছি। আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত।’ এদিকে হাতুরুসিংহেকে পুরোপুরি বিদায় জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আপাতত তার সঙ্গে চুক্তি স্থগিত করেছে এসএলসি। ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশ মোতাবেক হাতুরুসিংহের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা করেই তারা সিদ্ধান্তে পৌঁছাবে বলে জানা গেছে।
×