ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাককুলাম

প্রকাশিত: ১২:১৬, ৭ আগস্ট ২০১৯

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাককুলাম

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। এবার সবধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। কানাডায় চলমান গ্লোবাল টি২০ লীগের শেষদিনে তিনি এই ঘোষণা দিয়েছেন। ম্যাককুলাম তার অবসরের বিষয়ে টুইটারে লিখেছেন, ‘গ্লোবাল টি২০ সমাপনী দিনে আমি গর্ব ও সন্তুষ্টির সঙ্গে সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি ইউরো টি২০ স্লামেও খেলব না। আমার সিদ্ধান্তের বিষয়টি বোঝায় এবং আমাকে সমর্থন করায় আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমার ২০ বছরের পেশাদার ক্যারিয়ারে আমি যা অর্জন করেছি সেটার জন্য গর্বিত। আসলে আমি প্রথম যেদিন খেলতে শুরু করি তখন যা স্বপ্ন দেখেছিলাম তারচেয়েও অনেক বেশি পেয়েছি। আমি খেলাটা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সবকিছু মানিয়ে নেয়াটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল।’ ২০১৬ সালে টেস্ট, ওয়ানডে ও টি২০ ক্রিকেটকে বিদায় বললেও বিশ্বের বিভিন্ন টি২০ লীগে খেলে যাচ্ছিলেন। গ্লোবাল টি২০ লীগে এবার তিনি টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলেছিলেন। ৩৭ বছর বয়সী ম্যাককালাম নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৬ হাজার ৪৫৩টি। টেস্টে তার ১২টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩০২ রান। ওয়ানডে খেলেছেন ২৬০টি। রান করেছেন ৬ হাজার ৮৩টি। সেঞ্চুরি ৭টি। আর টি২০ খেলেছেন ৭১টি। রান করেছেন ২ হাজার ১৪০। তবে বিশ্বব্যাপী তিনি ৩৭০টির মতো টি২০ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৯ হাজার ৯২২টি। আইপিএলের উদ্বোধনী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিনি ৭৩ বলে ১৫৮ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন। সেটা ক্রিকেটপ্রেমীদের মনে অনেকদিন স্থায়ী হয়ে থাকবে।
×