ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রজার্স কাপে ওজনিয়াকি-বেনচিচের জয়, প্রথম রাউন্ড থেকেই বিদায় মাশা-কারবারের

অবশেষে পারলেন না শারাপোভা

প্রকাশিত: ১২:১৩, ৭ আগস্ট ২০১৯

অবশেষে পারলেন না শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন করে আবার নিজেকে ফিরে পাওয়ার প্রত্যয়ে রজার্স কাপে নেমেছিলেন মারিয়া শারাপোভা। টেনিস বিশ্বের অন্যতম গ্ল্যামার কন্যা এ রাশিয়ান তরুণী এখন অনেকটাই নিষ্প্রভ! নানা উত্থান-পতনের মধ্যে পড়ন্ত ক্যারিয়ার এখন ৩২ বছর বয়সী এ তারকার। তাই তারদিকে কারও মনোযোগ নেই। আরেকটি হতাশা তার জন্য অপেক্ষা করছিল টরন্টোয়। রজার্স কাপের প্রথম রাউন্ডেই তিনি এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইটের কাছে ৬-৪, ৩-৬, ৪-৬ সেটে হেরে গেছেন। সাবেক বিশ্বসেরা জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ও ব্রিটিশ তারকা জোহানা কন্টাও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তবে এ দুই সুন্দরীর বিদায়েও গ্ল্যামারশূন্য হয়নি রজার্স কাপ। কারণ বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ খেলোয়াড়ই এ আসরে সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ, লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো, জার্মানির জুলিয়া জর্জেস ও বেলজিয়ামের এলিস মার্টেন্স দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। টরেন্টোর এই প্রিমিয়ার ইভেন্টে ৮ বার অংশ নিয়েছিলেন শারাপোভা। সেরা ফলাফল ফাইনালের টিকেট কাটা পর্যন্ত। ২০০৯ সালে শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও স্বপ্ন-ভঙ্গের বেদনায় ডুবেছিলেন। গত মৌসুমে মন্ট্রিয়েলের এই টুর্নামেন্টে শারাপোভার দৌড় ছিল তৃতীয় রাউন্ড পর্যন্ত। এবার বেশ কিছুদিন বিরতি দিয়ে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করার প্রত্যয়ে নেমেছিলেন রজার্স কাপে। কিন্তু কে জানতো একদিনেই তার কানাডা ছাড়তে হবে? শুরুটা দারুণ করেছিলেন কন্টাভেইটের বিপক্ষে। এস্তোনিয়ার এ ১৬ নম্বর বাছাইকে এর আগে একবারের মোকাবেলায় হারিয়েছিলেন শারাপোভা। এবারও প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জিতে যান। কিন্তু কন্টাভেইট পরের দুই সেটে আর সুযোগ দেননি মাশাকে। ৬-৩, ৬-৪ ব্যবধানে ৫ বারের গ্র্যান্ডস্লাম জয়ী সাবেক বিশ্বসেরা তারকাকে পরাজয়বরণে বাধ্য করেছেন। শারাপোভার বিদায়ের দিনে আরেক সাবেক বিশ্বসেরা কারবারও ছিটকে গেছেন। ১২ নম্বর বাছাই জার্মান এ তরুণী রাশিয়ান তারকা দারিয়া কাসাতকিনার কাছে হেরে যান ০-৬, ৬-২, ৬-৪ সেটে। আরেক রাশিয়ান তারকা সভেতলানা কুজনেতসোভা ৬-২, ৬-৪ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছেন চীনের শিয়ু ওয়াংয়ের বিপক্ষে। রজার্স কাপে এবারও বরাবরের মতো তারকার মেলা। তবে মূল বাছাই তারকাদের অধিকাংশই প্রথমদিন কোর্টে নামেননি। সেরাদের মধ্যে যারা নেমেছিলেন তার মধ্যে অন্যতম দু’জন ওজনিয়াকি ও বেনচিচ। এ দুই সুন্দরী জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন। ১৫তম বাছাই হিসেবে ডেনিশ তারকা ওজনিয়াকি খেলছেন এ আসরে। ২০১০ সালে রজার্স কাপ শিরোপাধারী এ তারকা প্রথম রাউন্ডে কাজাখস্তানের জুলিয়া পুটিন্টসেভাকে হারিয়ে দিয়েছেন সহজেই। ৮৭ মিনিটের লড়াইয়ে ওজনিয়াকি জয় তুলে নেন ৬-৪, ৬-২ সেটে। অপরদিকে সুইস সুন্দরী বেনচিচ কোন সুযোগই দেননি রাশিয়ান উদীয়মান তারকা আনাস্তাসিয়া পোটাপোভাকে। দুই সেটেরই শুরুতে বেনচিচ ব্রেক পয়েন্ট জিতে যান। যে কারণে ম্যাচে আর কোনভাবেই ফিরে আসার সুযোগ পাননি ১৮ বছর বয়সী পোটাপোভা। ২০১৫ সালের রজার্স কাপ বিজয়ী বেনচিচ মাত্র ৬৪ মিনিটের ম্যাচে জয় তুলে নেন ৬-২, ৬-১ সেটে। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ জার্মান তারকা জর্জেস। স্লোভাকিয়ার পোলোনা হারকগকে তিনি ৬-৩, ১-৬, ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে দেন। তবে অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তরুণী জোহানা কন্টা। ১৩তম এ বাছাই তারকাকে মাত্র ৮০ মিনিটে ৬-৩, ৬-২ সেটে পরাস্ত করেন ইউক্রেনের ডায়ানা ইয়াসট্রেমস্কা। এছাড়া যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন ৬-৪, ৬-৩ সেটে তাইওয়ানের সু-ওয়েই সিয়েহকে, মার্টেন্স ৩-৬, ৬-৩, ৬-১ সেটে আলিয়াক্সান্দ্রা সাসনোভিচকে, যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডি ৬-১, ৬-২ সেটে ক্রিস্টিনা মাদেনোভিচকে, অস্টাপেঙ্কো ৬-৩, ৬-৩ সেটে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে ও মার্কিন তরুণী ফ্রান্সেসকা ডি লরেঞ্জো ৬-৪, ৭-৫ সেটে পেত্রা মারটিচকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
×