ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

প্রকাশিত: ১১:২০, ৭ আগস্ট ২০১৯

বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নিয়মিত সার্ভিসের পাশাপাশি ঈদের আগে ও পরে ১৩ দিনব্যাপী বিশেষ ঈদ সার্ভিস পরিচালনা করবে। ঢাকা-চাঁদপুর-বরিশাল-মোড়েলগঞ্জ-খুলনা নৌরুটে ৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমপি বাঙালী ও এমভি মধুমতি। এছাড়াও থাকছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহমুদ, পিএস লেপচা ও পিএস টার্ন প্রয়োজনে এ বিশেষ সার্ভিস বর্ধিত করা হবে। মূল ভূখ- হতে উপকূলীয় দ্বীপ ও দ্বীপ জেলাসমূহে জাহাজ ও সী-ট্রাক দ্বারা বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে। উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে ৮ আগস্ট বৃহস্পতিবার হতে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত আরও বিশেষ ট্রিপ পরিচালনা করবে। উপকূলীয় সার্ভিসে নিয়োজিত থাকবে এমভি বার আউলিয়া, এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক। ইলিশা-মজুচৌধুরীহাট, মনপুরা-শশীগঞ্জ, হাতিয়া-বয়ারচর, আলেকজান্ডার-মির্জাকালুর মধ্যে সী-ট্রাকগুলো নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিস পরিচালনা করবে। সী-ট্রাকগুলো হচ্ছে ‘এসটি ফজলুল হক মনি’, ‘এসটি সুকান্ত বাবু’, এসটি খিজির-৫ ও এসটি খিজির-৭। বাদামতলী-গাবতলী-বাদামতলী সার্কুলার নৌপথে ওয়াটারবাস-৫, ৬ ও ৮ এবং টঙ্গী-নারায়ণগঞ্জ-টঙ্গী সার্কুলার নৌপথে ওয়াটার বাস-১১ পরিচালনা করা হবে। অন্যদিকে বৃহত্তর ফেরি সেক্টর পাটুরিয়া-দৌলতদিয়ায় রো রো ফেরি আমানতশাহ, ভাষা শহীদ বরকত, শাহ আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, খানজাহান আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা, কে-টাইপ ফেরি কাবেরী, ইউটিলিটি ফেরি বনলতা, মাধবীলতা, শাপলাশালুক, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, হাসনাহেনা, সন্ধ্যামালতি ও ফেরি ঢাকা বিরামহীন ফেরি পারাপারে নিয়োজিত থাকবে। উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯-কে টুয়িং এবং উদ্ধার কার্যক্রমে মোতায়েন করা হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়িতে রো রো ফেরি এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহপরাণ ও শাহ মখদুম, কে-টাইপ ফেরি-কুমিল্লা, কিশোরী, কাকলী, কপোতি, কামিনী, ক্যামিলিয়া, কর্ণফুলী, ফরিদপুর, ডাম্ব ফেরি-টাপলো, রানীগঞ্জ, রানীক্ষেত, রামশ্রী, যমুনা, রায়পুরা ও ল্যান্টিং বিরামহীন ফেরি পারাপারে নিয়োজিত থাকবে। এছাড়া আইটি-৩৯০, আইটি-৩৯১, আইটি-৩৯৪, আইটি-৩৯৫, আইটি-৩৯৬ ও আইটি-৩৯৭ ডাম্ব ফেরিকে টুয়িং ও উদ্ধার কার্যক্রমে নিয়মিত থাকবে। চাঁদপুর-শরিয়তপুরে কে-টাইপ ফেরি কুমারী, করবী, কুসুমকলি, কেতকী ও কস্তুরী, ভোলা-লক্ষ্মীপুরে কলমীলতা, কনকচাঁপা ও কিষাণী, ভেদুরিয়া-লাহারহাটে ফেরি দোলনচাঁপা, অপরাজিতা ও স্বর্ণচাঁপা যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত থাকবে। ঈদের দিন বিআইডব্লিউটিসির সকল নিয়মিত সার্ভিস চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। সার্ভিস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য বিআইডব্লিউটিসির নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর- ৯৬৭৩৭৭৯। -বিজ্ঞপ্তি
×