ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপপুর বিদ্যুত কেন্দ্রে জ্বালানি সরবরাহে চুক্তি সই

প্রকাশিত: ১১:১৬, ৭ আগস্ট ২০১৯

রূপপুর বিদ্যুত কেন্দ্রে জ্বালানি সরবরাহে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জ্বালানি সরবরাহের জন্য চুক্তি হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে চুক্তিটি সই হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং পরমাণু সরবরাহকারী রাশিয়ার টিভিইএল জয়েন্ট স্টক কোম্পানির মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের আজীবন জ্বালানি সরবরাহের ঠিকা পাচ্ছে টিভিইএল। ২০১১ সালের ২ নবেম্বর বাংলাদেশ সরকার এবং রশিয়ান ফেডারেশনের মধ্যে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের বিষয়ে সই হওয়া আন্তঃ সরকার চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে কেন্দ্র পরিচালনার জন্য জ্বালানি সরবরাহের কথা উল্লেখ ছিল। এটি একটি ফ্রেমওয়ার্ক চুক্তি। চুক্তিতে প্রয়োজন অনুযায়ী সরবরাহের সময় বিশ্ব বাজারের দর অনুযায়ী পরমাণু সরবরাহ করবে রাশিয়া। এই দর নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনার মাধ্যমে ঠিক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ফুকুসিমার মতো দুর্ঘটনা ঘটলেও আমাদের কোন ভয় নেই। আপনারা দেখছেন কোর ক্যাচার নামে যুক্ত করা হয়েছে। ফুকুসিমায় গ্যাস বের হতো এখানে গ্যাস বের হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, কিছু ফরমুলা রয়েছে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সারা বিশ্ব যেভাবে চুক্তি করে আমরাও সেইভাবে চুক্তি করেছি। দাম নির্ধারণের ক্ষেত্রে চারটি ধাপ বিবেচনা করা হবে। এগুলো হচ্ছে ইউরেনিয়ামের দাম, কনভারশন সার্ভিস (প্রক্রিয়াকরণ খরচ), এনরিচমেন্ট সার্ভিস, ফুয়েল ফেব্রিকেশন। এই চার ধাপের কাজ আলাদা আলাদাভাবে নির্ধারণ হবে। এই কাজ সমন্বয় করে মোট মূল্য নির্ধারণ করা হবে। প্রতি ১০ বছর পরপর এই দাম মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, এটি শুধু বিদ্যুত নয় প্রযুক্তির ক্ষেত্রেও মাইলস্টোন। আমরা উন্নত প্রযুক্তিতে প্রবেশ করছি। এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। আমরা এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। কেন্দ্রটি বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুত কেন্দ্র। যার নির্মাণ কাজও করছে রাশিয়া। বিদ্যুত কেন্দ্রটি ২০২২ সালে উৎপাদনে আসবে। এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
×