ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনের চেয়ে রাতে বেশি আসছে পশুবাহী ট্রাক

পশুর হাটে উৎসুক মানুষের ভিড়, বেচাকেনা শুরু হয়নি

প্রকাশিত: ১১:১৬, ৭ আগস্ট ২০১৯

পশুর হাটে উৎসুক মানুষের ভিড়, বেচাকেনা শুরু হয়নি

ওয়াজেদ হীরা ॥ উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত আদিল রহমান রাজধানীর অস্থায়ী পশুর হাট তেজগাঁওয়ের মাঠে বড় একটি লাল রঙের ষাঁড় দেখছিল। মধ্যবয়সী ইমরান দাম জানতে চাইলে বিক্রেতা ছমির মিয়া দাম হাঁকলেন তিন লাখ বিশ হাজার টাকা। আদিলের বন্ধুরা পাশের গরু দেখছিল। দাম শুনেই মন্তব্য ছুড়ল ষাঁড় তো নয় যেন হাতি! তেজগাঁও হাটে রাতের দৃশ্য এটি। মঙ্গলবার মেরাদিয়া হাটে দেখা গেল তরুণদের পাশাপাশি আগ্রহ নিয়ে তরুণীরাও দেখছেন হাটে আসা গরু। কোনটি বড়, কোনটির রঙ ভাল বা কোনটি মোটাতাজা বেশি এসব নিয়ে নানা আলোচনাও বেশ। রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে হাটে প্রতিদিনই ট্রাকে ট্রাকে গরুসহ অন্যান্য পশু আসছে তবে ক্রেতা নেই। হাটে হাটে রয়েছে উৎসুক মানুষের ভিড়। কেউ সন্তানদের সঙ্গে নিয়ে কেউ আবার বন্ধুদের সঙ্গে হাটে গরু দেখছেন। এর মধ্যে কেউ কোন গরুর দাম জিজ্ঞেস করলে বিক্রেতারাও বিনয়ের সঙ্গে দাম চাচ্ছেন। আগামী ১২ আগস্ট দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর নামে পশু কোরবানি করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এবার রাজধানীতে গাবতলীর স্থায়ী হাটসহ মোট ২৪টি হাট বসছে। সোম ও মঙ্গলবার রাজধানীর হাট ঘুরে দেখা গেছে গরুর সঙ্গে ছাগল মহিষও আনা হয়েছে হাটে। পশুবাহী অসংখ্য ট্রাক প্রবেশ করেছে বিভিন্ন হাটে। দিনের বেলায় তেমন একটা প্রবেশ করতে দেখা যায়নি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূর-দূরান্ত থেকে দিনে যাত্রা শুরু করে রাতে এসে ঢাকায় পৌঁছায়। ক্রেতাদের পদচারণা না থাকায় পশুর যতœ বা অন্য বেপারিদের সঙ্গে খোশগল্প করতেও দেখা গেছে। হাট ইজারাদার ও বিক্রেতারা মনে করছেন আনুষ্ঠানিক হাট শুরু হলেই বিক্রি কিছুটা শুরু হতে পারে। পলিটেকনিক মাঠে চুয়াডাঙ্গা থেকে দশ ট্রাক গরু এনেছেন তোমেজ মিয়া। গত বছর গরু আনার সময় ট্রাকে দীর্ঘসময় থাকার পর গলায় রশির ফাঁস লেগে একটি গরু মারা যায়। এবার যানজটের ভোগান্তি এড়াতে আগেই এসেছেন। তিনি বলেন, ‘গরুতো বাড়িতে ফ্যান দিয়া বাতাস দেই, নিয়ম করে খাবার দেই। গাড়িতে আনার গরম অনেক সময় পশু সহ্য করতে পারে না। আগে আসলে গরুটিকে বিশ্রাম দেয়া যায়।’ তোমেজ মিয়া আরও বলেন, দুদিন ধরে আসছি। মাত্র দুজনে দাম জানতে চাইছে। আর কমপক্ষে একশ মানুষ গরু ঘুরে ঘুরে দেখেছে। বড় গরুর কারণে অনেকই গরুর ছবিও তুুলেছে দেখলাম। আমুলিয়া মডেল টাউন হাটে কথা হয় সিরাজগঞ্জের বেপারি আলিমুদ্দিনের সঙ্গে। রবিবার রাতে গরু নিয়ে এসেছেন। ভুসির বস্তা কিনে প্রতিটি গরুর যতœ করতে দেখা গেল। তিনি বলেন, দূরের যারা তারা সবাই আগেই আসতে চায়। ক্রেতা এখন নাই তাতে কি। দু’তিন দিনের মধ্যে বেচাকেনা জমজমাট হবে। তিনি বলেন, হাটের নিরাপত্তায় যারা তারা ঘুরে ঘুরে আগে আসা গরু দেখল। এছাড়াও এলাকার বাসিন্দারা তাদের সন্তান নিয়ে গরু দেখাতে হাটে আসে। এদিকে হাটে ক্রেতা নেই আবার ক্রেতা আছেও! কেননা এখন যারা উৎসুক হিসেবে দেখছেন দু’দিন পর তাদের অনেকেই কোরবানির পশু কিনবেন। এখন ঘুরে ঘুরে দেখলেও এখন দামও জানতে চাইছেন কম। নিজের ছোট সন্তানদের ছোট বড় বা অনেক গরু ছাগল একসঙ্গে দেখাতে অনেকই হাটে আসছেন। যাদের স্থানীয় বাসিন্দাই বেশি। বিকেল থেকে রাত দশটা পর্যন্ত হাটে উৎসুক মানুষের ভিড় বেশি দেখা যায়। এরপর অবশ্য হাট ঝিমিয়ে পড়ে না বরং আরও বেশি কর্মচঞ্চল দেখা যায়। কেননা, রাত নয়টার পর থেকেই প্রত্যন্ত অঞ্চলের খামারি ও বেপারিদের পশুবাহী ট্রাক প্রবেশ করে পছন্দের হাটে। রাতভর গরু নামানো হয়। এদিকে উৎসুক মানুষদের মধ্যে রাজধানীর মেরাদিয়া হাটে কথা হয় আরিফুল ইসলামের সঙ্গে। মেয়েকে কোলে নিয়ে বিভিন্ন গরু দেখাচ্ছিলেন। আর সাত বছর বয়সী আরেক মেয়ে হাত ধরে হাঁটছিল। তিনি বলেন, আমার বাসা বনশ্রীতেই। কাজের ফাঁকে সন্তানদের একটু সময় দেই। ঢাকায় কোরবানি দেয়া হলেও ভিড়ের সময় বাচ্চাদের আর হাটে আনা হবে না। আর এত গরু একসঙ্গে দেখে বাচ্চারাও আনন্দ পাচ্ছে। অনেক কিশোর-তরুণ দেখা গেল যারা দলবেঁধে বিভিন্ন গরু দেখছে। কেউ কেউ মোটরবাইক হাঁকিয়ে ছুটছে এক হাট থেকে অন্য হাটে। সিয়ামদের বন্ধুগ্রুপ তেমনই একটি। পুরান ঢাকায় হাট থাকলেও দেখতে আসে আফতাবনগর হাট। ৫টি বাইকে করে ১৩ জন বন্ধু এসেছে। সিয়াম বলে, আমাদের সামনে ভার্সিটি ভর্তি পরীক্ষা। অন্য কোন লেখাপড়ার চাপ নেই। ঈদের ক’দিন ঘুরছি। গোটা পরিবার নিয়ে হাটে এসেছেন শাজাহানপুরের বাসিন্দা জসিম উদ্দিন। তিনি বলেন, শুরুর দিকে গরুর দেখার মধ্যে একটা আনন্দ আছে।
×