ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় মহামারী ঘোষণা

ফিলিপিন্সে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু, আক্রান্ত দেড় লাখ

প্রকাশিত: ১১:০৮, ৭ আগস্ট ২০১৯

ফিলিপিন্সে ডেঙ্গুতে ৬২২ জনের মৃত্যু, আক্রান্ত দেড় লাখ

জনকণ্ঠ ডেস্ক ॥ ডেঙ্গুতে অন্তত ৬২২ জনের মৃত্যু এবং দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ডেঙ্গুকে জাতীয় মহামারী ঘোষণা করেছে ফিলিপিন্স। এডিস মশা থেকে সংক্রমিত রোগটিতে চলতি বছর রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হওয়ার পর ডেঙ্গুকে জাতীয় মহামারী ঘোষণা করল দেশটি। খবর বিবিসির ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত মহামারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ১ লাখ ৪৬ হাজার মানুষ যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ (প্রায় দ্বিগুণ) বেশি। কর্মকর্তারা জানিয়েছেন, গোটা দেশে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলায় বিশেষ মনোযোগ প্রয়োজন বলে ডেঙ্গুকে জাতীয় মহামারী ঘোষণা করা হয়েছে। তারা বলছেন, বেশকিছু এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে জরুরী সেবা প্রয়োজন। প্রসঙ্গত ডেঙ্গু হলো এডিস মশাবাহিত একটি ফ্লু, তবে মাঝে মাঝে এটি প্রাণঘাতী হয়ে ওঠে। সাম্প্রতিক দশকগুলোতে গোটা বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত মাসে ফিলিপিন্স সরকার ডেঙ্গু মোকাবেলায় জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করে। কিন্তু তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে জাতীয় মহামারী ঘোষণা করা হলো। ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ফ্রান্সিসকো ডুক এক বিবৃতিতে বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ যে জাতীয় ডেঙ্গু মহামারী ঘোষণা করা হয়েছে।
×