ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরও ৮ জনের মৃত্যু

প্রতি ২০ সেকেন্ডে একজন ডেঙ্গুতে আক্রান্ত

প্রকাশিত: ১১:০১, ৭ আগস্ট ২০১৯

প্রতি ২০ সেকেন্ডে একজন ডেঙ্গুতে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ কার্যকর পদক্ষেপ না থাকায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রত্যেক দিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টা হিসাব অনুযায়ী গড়ে প্রতি ২০ সেকেন্ডে একজন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এই সময়ে সারাদেশে আরও ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে সারাদেশে এখন ডেঙ্গুভীতি বিরাজ করছে। সামনে ১২ আগস্ট পালিত হবে ঈদ-উল-আজহা। অথচ ঈদের আনন্দ ম্লান হয়ে ডেঙ্গু আতঙ্ক বাড়িয়ে তুলছে দেশবাসীর মধ্যে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ হিসাব অনুযায়ী সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী শনাক্ত করা হয়েছে। সরকারী হিসাব অবশ্য বলছে এই রোগে মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। অবশ্য বেসরকারী হিসাব বলছে এই সংখ্যা একশোর কাছাকাছি হবে। জানুয়ারি থেকে এই পর্যন্ত এ বছরের মোট আক্রান্ত রোগীর সংখ্যা দেখানো হয়েছে ২৯ হাজার ৯১২ জন। তবে তারা বলছে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ হাজার ৯২১ জন। সারাদেশে ৭ হাজার ৯৬৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া রোগীর সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন মনোয়ারা বেগম (৭৫), আমজাদ ম-ল (৫২) ও হাবিবুর রহমান (২১)। মনোয়ারা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহমেদপুর এলাকার আবদুল হাইয়ের স্ত্রী। তিনি রাজধানীর মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সিতে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত আমজাদ ম-ল মানিকগঞ্জের শিবালয়ে থানার তেঁতুয়ধারা গ্রামের বসিন্দা। তার পিতার নাম আব্দুল হামিদ ম-ল। গত সোমবার রাত তিনটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ছয়টায় তিনি মারা যান। গত শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। তাকে প্রথমে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। মৃত হাবিবুর রহমানের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তার পিতার নাম কালাম মাতুব্বর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৩১ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। ঢামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২.৪০ মিনিটে তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৮৩ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪)। হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান জানান, ওই নারী চার দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের উপপরিচালক খায়রুল আলম জানান, ডেঙ্গুর জ্বর নিয়ে চিকিৎসাধীন হানিফ (৪২) নামে একজন সোমবার মধ্যরাতে মারা গেছেন। রংপুর ॥ এদিকে নিজস্ব সংবাদাতা রংপুর থেকে জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রিয়ানা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিয়ানা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নকাইহাট এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র ডাঃ সাইদুজ্জামান জানান, গত ৩ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হলে ঢাকা থেকে রিয়ানাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সে মারা যায়। রিয়ানা আগে থেকেই নিউমোনিয়ায় ভুগছিল। ঠাকুরগাঁও ॥ নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান জেলার রাণীশংকৈল উপজেলায় ভকরগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (১৭) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছে। রবিউল ঢাকার মিরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৯ জুলাই ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামের বাড়িতে এসেছিল। গত ৩০ জুলাই জ্বর নিয়ে সে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল পরিচালক ডাঃ আবু মোঃ খায়রুল কবির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। কিন্তু রবিউলকে ঢাকা নেয়ার আগেই মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। মানিকগঞ্জ ॥ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু খান (৪০) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক ডাঃ মাহবুবুল হাসান ও জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মাহবুবুল হাসান ও সিনিয়র স্টাফ নার্স নমিতা তজু জানান, রাজু খান গত ৩ আগস্ট জ্বর ও সার্জারি সমস্যা নিয়ে ভর্তি হন। ৪ আগস্ট বিকেলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সোমবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে মানিকগঞ্জ জেলায় বিভিন্ন হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। দিনাজপুর ॥ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সে মারা যায়। এর আগে ৩০ জুলাই সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়। নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে। আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে বর্তমানে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছেন। ইতোমধ্যে এখানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ৮৬ জন রোগী বাড়ি ফিরে গেছেন। তবে যারা আক্রান্ত হয়েছেন তারা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আবু মোঃ খইরুল কবির জানান, মৃত রবিউল ইসলাম আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছিল। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায়নি। মঙ্গলবার ধানম-ির বেসরকারী একটি হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। মদিনা আক্তার নামে ওই শিশু মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছে আরও ১৭ ডেঙ্গু রোগী। এ নিয়ে হাসপাতালটিতে মোট ২৪০ জন ডেঙ্গু রোগী পাওয়া গেল। এর মধ্যে ১০৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এডিস মশা নিধনে বৃহস্পতিবার নগরজুড়ে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করবে সিটি কর্পোরেশন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে যারা চিকিৎসাধীন রয়েছে তারা বিপন্মুক্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আগামীকাল বৃহস্পতিবার এডিস মশা নিধনে পরিচালনা করবে বিশেষ ক্রাশ প্রোগ্রাম। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচী চালানোর ঘোষণা দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। খাগড়াছড়ি ॥ আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। মাত্র ৮ দিনের ব্যবধানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩২ রোগী। সরকারী হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কিট সঙ্কটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও স্বজনরা। যার সুযোগ নিচ্ছে বেসরকারী ক্লিনিক মালিকরা। জেলার অপর ৮টি উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তের কিট না থাকায় রোগীরা ভিড় করছে সদর হাসপাতালে। বাগেরহাট ॥ ডেঙ্গু রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সরকারী হিসেবে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মঙ্গলবার সকাল থেকে জেলাব্যাপী প্রায় সকল সরকারী, আধা-সরকারী, বেসরকারী দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় এডিস মশা নির্মূলে জেলা প্রশাসক মামুনুর রশীদের নেতৃত্বে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জিকেএম শামসুজ্জামান জনকণ্ঠকে জানান, বাগেরহাটে ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশই ঢাকা থেকে আসা। ব্রাহ্মণবাড়িয়া ॥ ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ৯৯ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার নতুন করে আরও ২০ ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭ জনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম জানান, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধপত্র ও মশারি সরবরাহ করা হচ্ছে। খুলনা ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আরও ৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, খুলনা জেলায় এ পর্যন্ত ২২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২১ জন রোগী। এছাড়া ডেঙ্গু জ্বরে তিনজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল-এর নেতারা মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ডেঙ্গু চিকিৎসাসেবা সেলের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ রোগী, ডাক্তার, নার্সদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন।
×