ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ্যাপভিত্তিক খাবারের জনপ্রিয়তা বাড়ছে

প্রকাশিত: ০৯:৪৩, ৭ আগস্ট ২০১৯

এ্যাপভিত্তিক খাবারের জনপ্রিয়তা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে মানুষের জীবনধারা। ব্যস্ততাই এ বদলে যাওয়ার রসদ। অন্যসব কিছুর মতো মানুষের রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে গিয়ে খাবারেও লাগছে পরিবর্তনের ছোয়া। এখন ব্যস্ত কর্মজীবী বা ভোজনরসিকরা হরহামেশাই খাবার অর্ডার করছেন অনলাইনে। ডিজিটালাইজেশনের এই দুনিয়ায় অনলাইন কিংবা এ্যাপভিত্তিক খাবারের জনপ্রিয়তা বাড়ছে উল্লেখযোগ্য হারে। ব্যবসায়ী-উদ্যোক্তারা বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবে। ঢাকা শহরে পাল্লা দিয়ে বাড়ছে রেস্টুরেন্ট ব্যবসার পরিধি। ব্যস্তনগরীর ব্যস্ত মানুষদের তিন বেলার খাবারের চাহিদাটাও এখান থেকে অনেকাংশে পূরণ হয়। ফলে, প্রতিনিয়ত বাড়ছে এ ব্যবসার গতি। সময়টা আধুনিকতার, ডিজিটালাইজেশনের। তাইতো, রেস্টুরেন্ট কিংবা ক্যাফের সঙ্গে মানুষের সংযোগটা তৈরি হচ্ছে সহজেই। সোস্যাল মিডিয়া, ওয়েবসাইটের পাশাপাশি এ্যাপভিত্তিক কার্যক্রমে এখন সবচেয়ে বেশি সরগরম খাবারের ব্যবসা। এক ক্লিকেই মিলছে শহরের নানা রেস্টুরেন্টের সুস্বাদু খাবার। বিষয়টিকে ব্যবসার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ঢাকা শহরে দেশী বিদেশী নানা ব্র্যান্ডের প্রায় ১৫শ’ খাবারের দোকান রয়েছে। নানা ধরনের এ খাবার নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত থাকেন ক্রেতারা। ব্যস্ত সময়ের ফাঁকে খাবারের গুরু দায়িত্ব তাই এ্যাপ কিংবা সোস্যাল মিডিয়ার হাতে ছেড়ে দিয়েছেন তারা। কম সময়ে সহজে খাবার বাসায় কিংবা অফিসে যে কোন খানে চলে আসায় অনেকটা যেন হাফ ছেড়ে বাচেন তারা।
×