ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

প্রকাশিত: ০৯:৪২, ৭ আগস্ট ২০১৯

ঈদে বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নিয়মিত সার্ভিসের পাশাপাশি ঈদের আগে ও পরে ১৩ দিনব্যাপী বিশেষ ঈদ সার্ভিস পরিচালনা করবে। ঢাকা-চাঁদপুর-বরিশাল-মোড়েলগঞ্জ-খুলনা নৌরুটে ৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমপি বাঙালী ও এমভি মধুমতি। এছাড়াও থাকছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহমুদ, পিএস লেপচা ও পিএস টার্ন প্রয়োজনে এ বিশেষ সার্ভিস বর্ধিত করা হবে। মূল ভূখণ্ড হতে উপকূলীয় দ্বীপ ও দ্বীপ জেলাসমূহে জাহাজ ও সী-ট্রাক দ্বারা বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে। উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে ৮ আগস্ট বৃহস্পতিবার হতে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত আরও বিশেষ ট্রিপ পরিচালনা করবে। উপকূলীয় সার্ভিসে নিয়োজিত থাকবে এমভি বার আউলিয়া, এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক। ইলিশা-মজুচৌধুরীহাট, মনপুরা-শশীগঞ্জ, হাতিয়া-বয়ারচর, আলেকজান্ডার-মির্জাকালুর মধ্যে সী-ট্রাকগুলো নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিস পরিচালনা করবে। সী-ট্রাকগুলো হচ্ছে ‘এসটি ফজলুল হক মনি’, ‘এসটি সুকান্ত বাবু’, এসটি খিজির-৫ ও এসটি খিজির-৭। বাদামতলী-গাবতলী-বাদামতলী সার্কুলার নৌপথে ওয়াটারবাস-৫, ৬ ও ৮ এবং টঙ্গী-নারায়ণগঞ্জ-টঙ্গী সার্কুলার নৌপথে ওয়াটার বাস-১১ পরিচালনা করা হবে। ঈদের দিন বিআইডব্লিউটিসির সকল নিয়মিত সার্ভিস চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। সার্ভিস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য বিআইডব্লিউটিসির নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক খোলা থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর- ৯৬৭৩৭৭৯। -বিজ্ঞপ্তি
×