ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭১ শতাংশ বীমা কোম্পানির ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৯:৩৭, ৭ আগস্ট ২০১৯

৭১ শতাংশ বীমা কোম্পানির ইপিএস বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে সাধারণ বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি ২০১৯-জুন ২০১৯) এই মুনাফা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাধারণ বীমা খাতে ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান চলতি অর্থবছরের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির বা ৭১ শতাংশের ইপিএস বেড়েছে এবং ১০টির বা ২৯ শতাংশেরর ইপিএস কমেছে। ইপিএস সর্বোচ্চ বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ইপিএস ৯৬৭ শতাংশ বেড়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ শতাংশ ইপিএস বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৮ শতাংশ ইপিএস বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। এ সময়ে সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ করে ইপিএস বেড়েছে ৪টি কোম্পানির। কোম্পানিগুলোর হলো : রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। ইপিএস আগের বছরের একই সময় থেকে কমেছে ২৯ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস সর্বোচ্চ কমেছে নর্দান ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ইপিএস ২৯ শতাংশ কমেছে, দ্বিতীয় সর্বোচ্চ ২২ শতাংশ গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ইপিএস ২১ শতাংশ কমেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ কমেছে কর্ণফুলি ইন্স্যুরেন্স।
×