ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৬, ৭ আগস্ট ২০১৯

টুকরো খবর

বাল্যবিয়ে ॥ বর ও কনেসহ ৭ জনের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৬ আগস্ট ॥ সোমবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রিট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান পৃথকভাবে বর ও কন্যাসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ প্রদান করেছেন। জানা গেছে, সোমবার রাতে উপজেলার আলতাপোল গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান অভিযান চালিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাঠি গ্রামের ওয়াজেদ আলী পাড়ের ছেলে বর মনিরুল ইসলাম (২৭), বরের বড় ভাই মেহেদী হাসান (৩০), কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নূর ইসলামের মেয়ে শামীমা খাতুন (১৬), মেয়ের মা সেলিনা বেগম (৪৭) ও মেয়ের নানি রহিমা বেগমকে (৬৯) আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মনিরুল ইসলামকে ২ বছর, বরের ভাই মেহেদী হাসানকে ১ বছর, কনের মা সেলিনা বেগমকে ৬ মাস, নানি রহিমা বেগমকে ৭ দিন কারাদ- ও কনে শামীমা খাতুনকে ১ মাসের আটকাদেশ প্রদান করেন। একই রাতে বাল্যবিয়ের ঘটনায় উপজেলার ভেরচী গ্রামে অভিযান চলিয়ে মৃত অমল দাসের ছেলে নকুল দাস (২৬) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালানলতা গ্রামের প্রকাশ দাসের মেয়ে অসিমা দাসকে (১৭) আটক করেন। পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে নকুল দাসকে ২ বছর কারাদ-াদেশ ও কনে অসিমা দাসকে ১ মাসের আটকাদেশ প্রদান করা হয়েছে। ১৯ লাখ টাকাসহ গৃহবধূ আটক নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ আগস্ট ॥ মাদক বিক্রেতা উজ্জ্বল রায়ের বাড়িতে থেকে মাদক বিক্রির প্রায় ১৯ লাখ টাকা, ১২ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উজ্জ্বলের স্ত্রী দিপালী রায়কে পুলিশ আটক করলেও উজ্জ্বল পালিয়ে যায়। সোমবার রাত সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল অমিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে নড়াইলের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা, উজ্জ্বল রায়ের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় তার ভাঙ্গা একটি ঘর থেকে ১৮ লাখ ৭০ হাজার ৪৩৭ টাকা, ফেন্সিডিল, গাঁজা সেবনের সারঞ্জাম উদ্ধার করা হয়। ট্রাক উল্টে ধরা দুই গরুচোর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঈদকে সামনে রেখে গাজীপুরে গরু চুরি করতে গিয়ে মঙ্গলবার ট্রাক উল্টে ধরা পড়েছে দু’যুবক। ক্ষুব্ধ এলাকাবাসী আটককৃতদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় বিক্ষুব্ধরা গরু চোরদের ব্যবহৃত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। আটককৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ থানার তিলকুঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে লাবিব আহমেদ লিটন (২০) ও পাবনা জেলার ফরিদপুর থানার পীতলিয়া মোল্লাপাড়া এলাকার মংলা খাঁর ছেলে খোকন খাঁ (২৫)। এলাকাবাসী জানায়, ঈদকে সামনে রেখে গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় গরুচোরের উপদ্রব বেড়েছে। মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে ট্রাক নিয়ে নয় সদস্যের গরুচোরের একটি দল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের বহুরিয়াচালা গ্রামে যায়। তারা গরু চুরি করতে স্থানীয় জাহিদুল ইসলাম ও হুমায়ুনসহ কয়েক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় এলাকাবাসী টের পেয়ে গরুচোরদের ধাওয়া করে। তারা গ্রামবাসীর ধাওয়া খেয়ে দ্রুতগতিতে গরু ও ট্রাক নিয়ে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশের একটি মাছের খামারের খাদে উল্টে পড়ে যায়। ডেঙ্গুরোধে শোভাযাত্রা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ আগস্ট ॥ ‘এডিস মশা থেকে নিরাপদ থাকুন ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করুন’ সেøাগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার র‌্যালিসহ সচেতনতামূলক তিন দিনব্যাপী বিশেষ এ্যাকশন কর্মসূচী শুরু করেছে স্থানীয় আনোয়ারা ম্যাটস ও নার্সিং ইনস্টিটিউট। সকালে ইনস্টিটিউটর সামনে ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে প্রচারণামূলক একটি র‌্যালির মাধ্যমে তিন দিনের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। র‌্যালিটি সড়ক শহর প্রদক্ষিণ করে এবং র‌্যালিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী কয়েকটি দলে বিভিক্ত হয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসা-বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণসহ ময়লা-আর্বজনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। বজ্রপাতে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা ও দুর্গাপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ও নারীসহ তিনজন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার গনিপুর ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামের মৃত-চেরু সরদারের ছেলে আবুল হোসেন (৫২) বাড়ির পাশে পানবরজে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ মেঘের গর্জনে বজ্রপাতে ঘটনাস্থলেই আবুল হোসেন মৃত্যু কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় লোকজন আবুল হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে বজ্রপাতে নন্দনপুর গ্রামের আব্দুর রাজ্জাক নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতা আহত হয়েছে। তাকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে একই সময় দুর্গাপুর উপজেলার আলিয়াবাদ গ্রামে বজ্রপাতে এক গৃহবধূসহ দুইজন আহত হয়। আহতরা হলেন আলিয়াবাদ গ্রামের দায়েম উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন ও প্রতিবেশী কামাল হোসেনের স্ত্রী রেবেকা বেগম। মাদারীপুরে ছাত্রীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ আগস্ট ॥ শহরের ইটেরপুল এলাকার ডিডব্লিউএফ নামের একটি বেসরকারী নার্সিং কলেজের ছাত্রী হোস্টেল থেকে মৌ দত্ত (২২) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। মৌ দত্ত বরিশাল সদর উপজেলার কাটাদিয়া গ্রামের অজিত দত্তের মেয়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে অন্য ছাত্রীরা ক্লাসে উপস্থিত থাকলেও মৌ ক্লাসে যায়নি। এ সময় সহপাঠীরা ডাকতে গিয়ে মৌকে হোস্টেলের একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। বিষয়টি থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। বন্দরে গৃহবধূ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরে হাসিবা আক্তার রিতু (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার জাহাঙ্গীরনগর শুভকরদী এলাকার একটি কক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হাসিবা আক্তার রিতু স্বপন মিয়ার স্ত্রী।
×