ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু মশা নিধনে রাজশাহীজুড়ে ক্রাশ প্রোগ্রাম শুরু

প্রকাশিত: ০৯:৩৫, ৭ আগস্ট ২০১৯

ডেঙ্গু মশা নিধনে রাজশাহীজুড়ে ক্রাশ প্রোগ্রাম শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্য দিয়ে রাজশাহীজুড়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। একই সঙ্গে জেলার সকল উপজেলায় এ অভিযান শুরু হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়ানো লক্ষ্যে একইসঙ্গে সব উপজেলায় এ অভিযান শুরু হয়। স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে মঙ্গলবার থেকে রাজশাহীর নয়টি উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক হামিদুল হক। নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী আলহাজ মোড় বাজার সমিতির নেতৃবৃন্দ সরকারের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগে রাস্তার পাশের দোকানপাট উচ্ছেদ এবং ময়লা আবর্জনা যুক্ত ড্রেন পরিষ্কার করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিনব্যাপী এসব কাজ করার কারণে একদিকে বিভিন্ন প্রকার যানবাহন, দেশী-বিদেশী পথচারী ও শিক্ষার্থীদের নির্বিঘেœ চলাচলের পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে দুর্গন্ধ ও ডেঙ্গু মুক্ত সুস্থ পরিবেশও সৃষ্টি হয়েছে। ঈশ্বরদী পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান,আলহাজ মোড় বাজার সমিতির সভাপতি চুনু মিয়া, ব্যবসায়ী লিটনসহ নেতৃবৃন্দ জানান দেশে যখন ডেঙ্গুর আক্রমণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। একই সময় দেশব্যাপী সরকারের উচ্ছেদ অভিযান চলমান থাকে। এমন সময় এমপি শামসুর রহমান শরীফ ও মেয়র আবুল কালাম আজাদ শহর পরিচ্ছন্ন করার পরামর্শ দেন। লোকালয়ে বাজপাখি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ আগস্ট ॥ তখনও সন্ধ্যা হয়নি। খেলছিল বিভিন্ন বয়সী শিশু-কিশোর-যুবরা। হঠাৎ বিশাল আকৃতির একটি বাজপাখি পড়ল কলাপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনের মাঠটিতে। উড়তে পারছিল না পাখিটি। কুকুর তাড়া করছিল। এক গ্যারেজকর্মী পাখিটি বাঁচাতে এগিয়ে এলেন। ডান পায়ে ও পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক জানালেন, এটি বাজপাখি। প্রাথমিক চিকিৎসা দিয়েছেন তারা। সোমবার রাতেই বন বিভাগের কর্মীদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়েছে। ধূসর রঙের বাজপাখিটির পাখনা মেলা অবস্থায় প্রায় আট ফুট দীর্ঘ আর উচ্চতা দুই ফুটের বেশি। পায়ে শিকার ধরার সূচালো নখ রয়েছে। দেড় ইঞ্চি লম্বা ঠোঁট রয়েছে। দেখলে সামনে যেতে ভয় হয়।
×