ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৩৪, ৭ আগস্ট ২০১৯

খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দিঘলিয়া উপজেলার ব্যবসায়ী আলতু মোল্লা হত্যা মামলার দশ আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বিশেষ দায়রা জজ মোঃ সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন, দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আবুল কাশেম, কুববাত মুন্সী, ফারুক মোল্লা, মনজুরুল শিকদার, মোঃ ইরান, আবু তালেব, হুমায়ুন খাঁ, কবির মোল্লা এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার আবদুল গফফার ও খলিলুর রহমান। খালাসপ্রাপ্ত দুইজন হলেন হাবিব ও মিঠুন। উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পদ্মবিলা মাঠে গলাকাটা অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলতু মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ। চাঁপাইয়ে অস্ত্র মামলায় ৩ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মহল্লা থেকে উদ্ধারকৃত ২২ অস্ত্র মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ শওকত আলী এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মহল্লার সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়। দ-প্রাপ্তরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগরের আইনুদ্দিনের ছেলে শাহ আলম (৪২), তেলকুপি গ্রামের মোঃ দুলুর ছেলে আবুল কালাম (৩৬), চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার আহল্লা-সাধারপাড়ার নূরুল হকের ছেলে মোহাম্মদ ওসমান আলী (২৯)। এ মামলায় দ-প্রাপ্ত মোহাম্মদ ওসমান আলী পলাতক রয়েছে। জানা যায়, পৌর এলাকার শংকরবাটি মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
×