ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণহত্যা জাদুঘর পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ০৯:৩৩, ৭ আগস্ট ২০১৯

গণহত্যা জাদুঘর পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মঙ্গলবার সকালে দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এ সময় তার সঙ্গে অন্যান্য কর্মকর্তা ও পুলিশে পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণহত্যা জাদুঘরে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান, জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, ট্রাস্টি শংকর কুমার মল্লিক, জাদুঘর সুহৃদ সমাবেশের সভাপতি অমল কুমার গাইন ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিভাগীয় কমিশনার জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমি শোকাহত ও অভিভূত’। এই জাদুঘর খুলনার অন্যতম দ্রষ্টব্য বলে মন্তব্য করেন এবং এর বিকাশে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। তিনি জাদুঘরের নিদর্শন সংগ্রহের ক্ষেত্রেও সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ র‌্যাব’র সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার দুপুরে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ রাউন্ডগুলিসহ একটি রিভলবার, একহাজার বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। নিহতের নাম রাজিবুল ইসলাম (৩৩)। সে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার দর্শনা বাসস্ট্যান্ড এলাকার আলী আহমেদের ছেলে।
×