ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় ও মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৩, ৭ আগস্ট ২০১৯

পঞ্চগড় ও মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পুকুরের পানিতে ডুবে আলপনা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগর নিজবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শিশু আলপনা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। জানা গেছে, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় আলপনার ছোট ভাই পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় আলপনা তার ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে নামে। ছোট ভাইকে পুকুর থেকে উপরে তুললেও সে নিজে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, পানিতে ডুবে তাহমিনা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সমজদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী তাজুল ইসলামের শিশুকন্যা তাহমিনা আক্তার খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। শ্রীনগরে যুবলীগ নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে যুবলীগ নেতাকে হাতুরি দিয়ে পিটুনির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীনগরের বাড়ৈখালী বাজারে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার মিলনের ওপর হামলা করেছে রনী বাহিনী। সমাবেশে সভাপতিত্ব করেন বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমাইয়ুন আহমেদ। বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ সদস্য আবিদুর রহমান সানু, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক সেন্টু মেম্বার, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলতাব হোসেন প্রমুখ।
×