ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৭০ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

প্রকাশিত: ০৯:৩২, ৭ আগস্ট ২০১৯

৭০ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাদা, সান্তাহার, ৬ আগস্ট ॥ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী গৃহবধূর লাশ দাফনের ২ মাস ১০ দিন পর মঙ্গলবার দুপুুরে সান্তাহারের একটি কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি প্রধান কার্যালয়ের উপ-পরিদর্শকের আবেদনের প্রেক্ষিতে আদালতের অনুমতিতে লাশ উত্তোলন করা হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ সময় বগুড়ার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল রানা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২৭ মে রাতে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের মা গৃহবধূ আনিকা নওশিন (২৫) ঢাকার ৪৫/এ নিউ ইস্কাটনের বিয়াম গলির একটি ফ্ল্যাট বাসার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পর দিন আনিকার লাশ বগুড়ার সান্তাহার পৌর শহরের নতুন বাজার (গুলশান আবাসিক) এলাকার বায়তুল আমান জামে মসজিদের আঙ্গিনায় দাফন করা হয়। মৃত আনিকা নওশিন ও তার স্বামী মেরিন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার শাকিল আদনান সম্পর্কে আপন খালাত ভাই-বোন ছিল। উভয়ের গ্রামের বাড়ি সান্তাহার পৌর এলাকার নতুন বাজার এলাকায়। চাকরি সূত্রে ঢাকায় বসবাস করতেন। এদিকে আনিকার আত্মহত্যার পর উভয় পরিবার এবং নিকটাত্মীয়দের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। ঘটনার এক মাস পর ২৬ জুন আনিকার বড় বোন নাজমুন নাহার বাদী হয়ে ঢাকার হাতিরঝিল থানায় ডিজিটাল আইনে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আনিকার স্বামী শাকিল আদনানকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি পরে সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় সিআইডি প্রধান কার্যালয়ের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনকে। তদন্তকালে ১৯ জুন মামলার একমাত্র আসামি শাকিল আদনানকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালত থেকে জামিন লাভ করেন। এদিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ওই গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে লাশ তোল হয়।
×