ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমান্তে সৈন্য বাড়াতে পারে পাকিস্তান ॥ দিল্লীর আশঙ্কা

প্রকাশিত: ০৯:২৮, ৭ আগস্ট ২০১৯

সীমান্তে সৈন্য বাড়াতে পারে পাকিস্তান ॥ দিল্লীর আশঙ্কা

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর পাকিস্তানের তরফ থেকে সীমান্তে সৈন্য বাড়াতে পারে বলে ধারণা করেছিল দিল্লী। আফগানিস্তান সীমান্ত থেকে সরিয়ে তাদের ভারতের সীমান্তে মোতায়েন করা হতে পারে ভারতীয় সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে। ভারত ধারণা করছে, খুব দ্রুত সীামান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় সেনাবাহিনী এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন,‘কাশ্মীর নিয়ে তাদের এ সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। পরবর্তী পরিকল্পনা তৈরি করতে তিন চার দিন সময় লেগে যেতে পারে। আমরা সবকিছুর ওপর নজর রাখছি। ইসলামাবাদ কিছু করার চেষ্টা হলে আমরাও জবাব দেব।’ তিনি আরও বলেন, ‘আফগান সীমান্ত থেকে সরিয়ে তারা কাশ্মীরের সৈন্য নিয়ে আসতে পারে। এভাবে যুক্তরাষ্ট্রের ওপরও চাপ তৈরি করতে পারে পাকিস্তান। কারণ এই মুহূর্তে তারা আফগানদের সঙ্গে চুক্তি করতে চাইছে।’ মঙ্গলবার থেকেই হয়তো সীমান্তে পাকিস্তানী সৈন্যদের আনাগোনা বাড়তে পারে। ভারতীয় সৈন্যদেরও এজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাকিস্তানের তরফে গুলি চালানো হলে তার জবাব দেবে ভারতীয় সেনা। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সোমবার বলেছেন, ভারতের রাষ্ট্রপতির ওই নির্দেশ যেন কার্যকর না হয়, সেজন্য কূটনৈতিক পথে চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘আজ কাশ্মীর নিয়ে ভারত সরকার যা ঘোষণা করেছে, আমরা নিন্দা জানাই।
×