ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অর্থনৈতিক ব্যর্থতা আড়াল করতে কাশ্মীরে হস্তক্ষেপ’

প্রকাশিত: ০৯:২৭, ৭ আগস্ট ২০১৯

‘অর্থনৈতিক ব্যর্থতা আড়াল করতে কাশ্মীরে হস্তক্ষেপ’

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভারতের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তাতে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কাশ্মীর ইস্যু কাজে লাগান হতে পারে। ওয়ান ইন্ডিয়া। যারা ঋণ দেবে সেসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর হাতে নগদ অর্থ নেই। ছোট-মাঝারি শিল্প ঋণ পাচ্ছে না। তিন দিন আগেই মেহবুবা মুফতি আশঙ্কা প্রকাশ করেছিলেন অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তাতে কাশ্মীর নিয়ে কিছু একটা করা হতে পারে। সোমবার পার্লামেন্টে ৩৭০ ধারা রদ করার পর বিরোধীরা বলছেন, মেহবুবার আশঙ্কাই সত্য হলো। অর্থনীতি ঝিমিয়ে পড়া নিয়ে যে সরকারের দুশ্চিন্তা রয়েছে পরোক্ষভাবে সেটা স্বীকারও করে নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এদিন সরকারী, বেসরকারী ব্যাঙ্কগুলোর প্রধানদের সঙ্গে দিল্লীতে বৈঠকে বসেন। এক মাস আগে তিনি বাজেট পেশ করেন। তার আগেও সব মহলের সঙ্গে বৈঠক করেন। এক মাসের মধ্যে ফের তাকে সব মহলের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এ থেকেই স্পষ্ট, বাজেটে কারও চাহিদাই পূরণ হয়নি। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির অভিযোগ, এই সরকার অর্থনীতি, মানুষের জীবন-জীবিকার সমস্যা থেকে নজর ঘোরাতে বরাবর বিভাজনের রাজনীতি করে। এখন কাশ্মীর নিয়ে রাজনীতি করছে। তিনি জানতে চান, অমরনাথ যাত্রা থেকে কাশ্মীরের মানুষের আয় হয়।
×