ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীপ্ত টিভির নাচের অনুষ্ঠান ‘সাত রঙের ছন্দে’

প্রকাশিত: ১২:১৭, ৬ আগস্ট ২০১৯

দীপ্ত টিভির নাচের অনুষ্ঠান ‘সাত রঙের ছন্দে’

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদের প্রথমদিন থেকে সপ্তমদিন পর্যন্ত রাত ১০-৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে তারকা শিল্পীদের নিয়ে নাচের অনুষ্ঠান ‘সাত রঙের ছন্দে’। সাত দিনব্যাপী এই অনুষ্ঠানে ইভান শাহরীয়ার সোহাগের নৃত্য পরিচালনায় অংশগ্রহণ করবেন জনপ্রিয় মডেল অভিনেত্রী ও তারকা নৃত্যশিল্পী বৃন্দ। প্রতিপর্বে থাকবে চারটি করে মডার্ন নাচ। পুরো অনুষ্ঠানটিকে উপস্থাপন করেছেন নিসা ও পোলক।নৃত্য পরিবেশন করবেন মেহজাবিন ও সোহাগ, নাদিয়া ও লিখন, চাঁদনী, আইরিন, আচল, সিনথিয়া ইসলাম, মন্দিরা, বারিষ হক, পারসা ইভানা, মিম চৌধুরী, ঐশী, নোমিরা, রুমা, ইমি, জলি, রথি, হিমিসহ আরও অনেকে।অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ ইমরান আলী।
×