ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র প্রয়াণ দিবসের চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’

প্রকাশিত: ১২:১৪, ৬ আগস্ট ২০১৯

রবীন্দ্র প্রয়াণ দিবসের চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি ও বাঙালিদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। বিশেষ এই দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেতার ও স্যাটেলাইট চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এরই ধারাবাহিকতায় চ্যানেল আইতে আজ প্রচার হবে চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। এ চলচ্চিত্রে অভিনয় করেছে তানজিন তিশা, সাজ্জাদ প্রমুখ। চলচ্চিত্রটি দেখানো হবে আজ বিকেল ৩-০৫ মিনিটে। এ ছাড়া বিশেষ দিবস উপলক্ষে আজ সকাল ৭টা ৩০ মিনিট এবং বেলা ১২টা ৩৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে বরেণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীদের অংশগ্রহণে আলোচনা, কবিতা পাঠ, গান ও আবৃত্তি।
×