ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরির কবলে মেসি

প্রকাশিত: ১২:১১, ৬ আগস্ট ২০১৯

ইনজুরির কবলে মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। শিরোপা ধরে রাখতে এবারও মরিয়া বার্সিলোনা। তবে নতুন মৌসুম শুরুর ঠিক আগেই দুঃসংবাদ শুনতে হলো কাতালানদের। ইনজুরিতে পড়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ডান পায়ের কাফ স্ট্রেইনের কারণে এ সপ্তাহে দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারছেন না বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। গত মৌসুমটা খুব ভাল কাটেনি লিওনেল মেসির। লা লিগা ছাড়া ক্লাবের হয়ে বড় কোন শিরোপা জেতাতে পারেননি তিনি। এছাড়া আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকাতেও জ্বলে উঠতে ব্যর্থ হন লিওনেল মেসি। তবে গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সোমবার অনুশীলনে ফিরেই ইনজুরির কবলে পড়েন এলএম টেন। ডান পায়ের চোট আগে থেকেই ভোগাচ্ছিল মেসিকে। যে কারণে রবিবার আর্সেনালের বিপক্ষে গাম্পার ট্রফিতেও খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে কবে ফিরবেন সে বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারেনি বার্সিলোনা। এ ধরনের চোট থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগে। প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বার্সিলোনা। দুটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নেপোলি। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামবে দলটি। দ্বিতীয় ম্যাচটি হবে রবিবার। ছয় ক্রীড়াবিদকে বৃত্তি দিল বিওএ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০২০ সালে জাপানের টোকিওতে ৩২তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটি থেকে অলিম্পিক স্কলারশিপ ফর এ্যাথেলেটস টোকিও ২০২০- এর আওতায় বিওএ থেকে প্রেরিত আবেদনের প্রেক্ষিতে ছয় খেলোয়াড় (শূটিং থেকে আনোয়ার হোসেন, শাকিল আহমেদ, রিসালাতুল ইসলাম ও উম্মে জাকিয়া সুলতানা, আরচারি থেকে বিউটি রায় এবং সুইমিং থেকে আরিফুল ইসলাম) কে স্কলারশিপ প্রদান করে। এদের মধ্যে আরিফুল ইসলাম ফ্রান্সে প্রশিক্ষণ গ্রহণ করছেন। বাকিরা দেশে প্রশিক্ষণ গ্রহণ করছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমটি গত সেপ্টেম্বর ২০১৭ থেকে শুরু করা হয়েছে, যা আগস্ট ২০২০ পর্যন্ত চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় সোমবার বিওএয়ের বোর্ড রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিওর-এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা শূটিং ফেডারেশনের বৃত্তিপ্রাপ্ত চার খেলোয়াড়কে বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএ-র সহ-সভাপতি শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনূর, কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সদস্য লে. কমান্ডার এ কে সরকার (অব), এবং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব)। পাইওনিয়ার ফুটবল লীগ সেপ্টেম্বরে স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাইওনিয়ার (অ-১৫) ফুটবল লীগ’Ñ এর খেলা ঢাকা মহানগরীর বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ইতোপূর্বে অংশগ্রহণকারী সব ক্লাবসমূহকে তিন হাজার টাকা এবং নতুন ক্লাবসমূহকে ১০ হাজার টাকা আগামী ৬-২০ আগস্টের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রিমিয়ার ব্যাংক লিঃ-এর মতিঝিল শাখার ১০৮-১৩১ ০০০০১২৮৮ একাউন্ট নম্বরে জমা দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাইওনিয়র ফুটবল লীগ অফিসে ব্যাংক রশিদ দাখিলের মাধ্যমে এন্ট্রি সম্পাদন করতে হবে।
×