ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরফরাজের নেতৃত্বের অবসান চান আর্থার

প্রকাশিত: ১২:১১, ৬ আগস্ট ২০১৯

সরফরাজের নেতৃত্বের অবসান চান আর্থার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে বাজে শুরুর পরও দারুণ কিছু জয়ে শেষ দিকে সেমিফাইনালের রেসে ফিরেছিল পাকিস্তান। একটুর জন্য সেটি হয়ে ওঠেনি। শেষ করে পঞ্চম স্থানে থেকে। ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। অনেকে অধিনায়কের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দেয়ার দাবি তুললেও এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোন মন্তব্য করেনি। এবার খোদ কোচ মিকি আর্থারও বললেন, নেতৃত্ব থেকে সরফরাজকে সারিয়ে দেয়া উচিত। পাশাপাশি পিসিবি চাইলে দলটির সঙ্গে আরও দুই বছর কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই দক্ষিণ আফ্রিকান। তিন বছরের পারফর্মেন্স মূল্যায়ন করেছে বোর্ডের ক্রিকেট কমিটি। সেখানে আর্থারের এমন বক্তব্য পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ আবহাওয়াটা আরও ঘোলাটে হলো। তিনি কিছুতেই চাইছেন না, ভবিষ্যতে আর অধিনায়ক থাকুন সরফরাজ! আর্থার দলের পারফর্মেন্সে চোখে পড়ার মতো উন্নতির জন্য দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) কমিটির কাছে আরও দুই বছর সময় চেয়েছেন। সেই সঙ্গে ওয়ানডে ও টেস্টে অধিনায়কের পদটিতে পরিবর্তনের দাবি তুলেছেন। আর্থার টেস্টে সরফরাজের জায়গাতে অধিনায়কের দায়িত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন বাবর আজমকে। আর ওডিআইতে শাদাব খানকে ক্যাপ্টেন বানানোর দাবি জানান। সূত্রের দাবি- ‘সরফরাজের নেতৃত্বগুণ নিয়ে কমিটির সদস্যদের কাছে নেতিবাচক কিছু বিষয় তুলে ধরেছেন আর্থার।’ আর নিজেকে নিয়ে তিনি বলেছেন, ‘পাকিস্তান দলের সঙ্গে আমি আরও দুই বছর থাকতে চাই, তবেই আমি চোখে পড়ার মতো উন্নতি দেখাতে পারব।’ পিসিবির এই কমিটির প্রধান ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান। কমিটি আরেকবার বসে আলোচনা করেই নির্ধারণ করবেন ভবিষ্যত নেতৃত্ব। সুপারিশগুলো পাঠাবেন বোর্ড প্রধান এহসান মানির কাছে। ইংল্যান্ড বিশ্বকাপে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারেননি সরফরাজ। পঞ্চম স্থানে থেকে মিশন শেষ করতে হয়েছে। তখনই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে এবং টি২০তে তুলনামূলক ভাল ফলাফল করলেও তাকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম আসবে এটা মোটামুটি অনুমেয়। আর্থার দিলেন নতুন অধিনায়কের নাম সরফরাজের জায়গাতে তরুণ একজনকে দায়িত্ব দেয়াকে সঠিক মনে করেন আর্থার। ২০ বছর বয়সে শাদাব খানের জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় ২০১৭ সালে। এরপর এখন পর্যন্ত ৪১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৩৩৭ রান। এই অলরাউন্ডার বল হাতেও সফল; শিকার করেছেন ৫৬ উইকেট। তবে ২০১৫ থেকে এখন পর্যন্ত সরফরাজের অধীনে ৪৮ ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে ২৬টি; ২০টি ম্যাচে হেরেছে এবং ২টি ম্যাচে ফল হয়নি। তার অধীনে জয়ের গড় ৫৬.৫২। মিকি আর্থার ২০১৬ সালে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। ইংল্যান্ডে ২০১৭ সালে পাকিস্তান ক্রিকেট দলকে চ্যাম্পিয়নস ট্রফি জেতান তিনি। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেটে নতুন শুরুর কথা জানা গেছে। টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ অবসর নিয়েছেন। মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না বলে খবর। ওদিকে মিকি আর্থার আবার ইংল্যান্ডের কোচ হওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে!
×