ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

প্রকাশিত: ১২:১০, ৬ আগস্ট ২০১৯

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যের খেলায় হেরে গেল লিভারপুল, আর উৎসব করল ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমের শুরুতে ইংলিশ কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ পরাশক্তি। তাতে ভাগ্যনির্ধারণী পেনাল্টি শূটআউটে লিভারপুলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। রবিবার রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর খেলা গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে সিটি পাঁচ শটের প্রতিটিতেই গোল করলেও লিভারপুলের একটি শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক ক্লাউডিও ব্রাভো। তাতেই শিরোপা জয়ের উৎসব করে সিটিজেনরা। ম্যাচের ১২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। আর ৭৭ মিনিটে জোয়েল আন্দ্রে মাটিপের গোলে সমতা ফেরায় লিভারপুল। এরপর পেনাল্টি শূটআউটে সিটির হয়ে গোল করেন ইকাই গুন্ডোগান, বার্নাডো সিলভা, ফিল ফোডেন, ওলেকসান্ডার জিনচেঙ্কো ও গ্যাব্রিয়েল জেসুস। দ্য রেডসদের হয়ে চার গোল করেন জরদান শাকিরি, এ্যাডাম লালানা, এ্যালেক্স অক্সলেইড-চেম্বারলিন ও মোহাম্মদ সালাহ। আর জর্জিনিও উইজনালডাম গোল করতে ব্যর্থ হন। নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ জয়ীর মধ্যে হয়ে থাকে কমিউনিটি শিল্ডের ম্যাচটি। তবে গত মৌসুমে দুই প্রতিযোগিতাতেই সিটি চ্যাম্পিয়ন হওয়ায় লীগ রানার্সআপ হিসেবে এই ম্যাচে খেলার সুযোগ পায় লিভারপুল। এটি সিটির টানা দ্বিতীয় ও সবমিলিয়ে ষষ্ঠ কমিউনিটি শিল্ড শিরোপা। ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস ও আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও এ্যাগুয়েরোকে বেঞ্চে রেখে ম্যাচটি খেলতে নামে সিটি। এরপর ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে চোট পেয়ে লেরয় সান মাঠ ছাড়লে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে সিটি কোচ পেপ গার্ডিওলার। সানে মাঠ ছাড়ায় জেসুসকে নামান সিটি বস। জেসুসকে নামানোর ফলও হাতেনাতে পান সাবেক বার্সিলোনা কোচ। ম্যাচের ১২ মিনিটে ডেভিড সিলভার ফ্লিকে বল পেয়ে রাহিম স্টার্লিংয়ে নেয়া শট লিভারপুল গোলরক্ষক এ্যালিসন বেকারের পায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। ফলে এগিয়ে যায় সিটি। বিরতির পর ৫৭ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় লিভারপুল। ভার্জিল ভন ডাইকের শট ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইনে এক ড্রপ খেয়ে ফিরে আসে। পরের মিনিটে মোহাম্মদ সালাহর শটও পোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা লিভারপুল অবশেষে ৭৭ মিনিটে সমতায় ফেরে। বাঁ দিক থেকে ভার্জিল ভন ডাইকের গোলমুখে বাড়ানো বল হেডে জালে পাঠান ক্যামেরুনের ডিফেন্ডার মাটিপ। বাকি সময়ে আর কোন গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শূটআউটে। সেখানে হারতে হয়েছে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লিভারপুলকে। গত ইপিএলে সিটির ৯৮ পয়েন্টের থেকে এক পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দ্য রেডসদের। অন্যদিকে প্রিমিয়ার লীগের পাশাপাশি এফএ কাপ ও লীগ কাপসহ ঘরোয়া ট্রেবল জয় করে সিটিজেনরা। তবে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতার কারণে মাত্র এক পয়েন্টের জন্য লীগ শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা অনেকটাই ভুলতে পেরেছিল জার্গেন ক্লপের দল। কিন্তু এবার মৌসুমের শুরুতেই আবারও সিটির কাছের হারতে হলো লিভারপুলকে। এরপরও দলের পারফর্মেন্স উচ্ছ্বসিত দলটির কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, আমি কোন অজুহাত দিচ্ছি না। ছেলেরা অসাধারণ খেলেছে। শুধুমাত্র আমরা ভাগ্যের কাছেই হেরেছি। অন্যদিকে শিরোপাজয়ী ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলা বলেন, দু’দল দারুণ একটি ফাইনাল উপহার দিয়েছে। আমাদের সময়টা ভাল কেটেছে। তবে শেষ ১৫ মিনিট আমার ছেলেরা পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। ওই সময়ে তাদের (লিভারপুল) জয়ের সুযোগ ছিল। দু’দলের জন্য এটি একটি ভাল পরীক্ষা ছিল। আসন্ন মৌসুমে খেলোয়াড়রা কেমন করতে যাচ্ছে তার কিছুটা আলামত মিলেছে।
×