ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন বার্সিলোনা

প্রকাশিত: ১২:০৭, ৬ আগস্ট ২০১৯

মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ নতুন মৌসুমের শুরুতে প্রতিবছর জোয়ান গাম্পার ট্রফিতে মাঠে নামে স্প্যানিশ ক্লাব বার্সিলোনা। প্রতিবছর ভিন্ন ভিন্ন দলকে আমন্ত্রণ জানায় কাতালানরা। এবার বার্সার আমন্ত্রণ পেয়ে ন্যুক্যাম্পে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে আসে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। রবিবার রাতে ন্যুক্যাম্পে ৯৮ হাজার ৮১২ দর্শকের সামনে মুখোমুখি হয় দল দু’টি। তাতে পিছিয়ে পড়েও অতিথি আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বার্সিলোনা। এই ম্যাচে দলের অধিনায়ক ও সেরা তারকা লিওনেল মেসিকে খেলাননি বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। লুইস সুয়ারেজও ছিলেন বদলি বেঞ্চে। তবে উরুগুয়ান তারকা পরে মাঠে নেমে দলের জয়সূচক গোল করেন ম্যাচের শেষ মিনিটে। বার্সিলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জোয়ান গাম্পারের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সিলোনা। এবার হয়েছে এই ট্রফির ৫৪তম সংস্করণ। গত সংস্করণে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছিল কাতালানরা। গ্যাবনের তারকা পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো নিয়ন্ত্রণে নিয়ে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন তিনি। বিরতির পর ভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরায় বার্সা। অর্থাৎ ৬৯ মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলস নিজেদের জালেই বল জড়িয়ে দেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সার্জিও রবার্টোর উঁচু করে বাড়ানো বল দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন উরুগুয়েন তারকা লুইস সুয়ারেজ। ৬৩ মিনিটে জর্ডি আলবার বদলে মাঠে নামেন সাবেক লিভারপুল তারকা। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার এটা দারুণ সুযোগ। আমরা সেটা কাজে লাগিয়েছি। তবে আর্সেনাল দারুণ খেলেছে। আর আর্সেনালের স্প্যানিশ কোচ উনাই এমেরি বলেন, এই হারে আমরা মোটেও বিচলিত নই। ছেলেরা ভাল খেলেছে। তবে শেষ মিনিটে আমাদের গোল হজম করা ঠিক হয়নি। আমাদের আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল। এদিকে পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমারকে আবারও দলে আনার মতো কোন অবস্থায় বর্তমানে বার্সিলোনা নেই বলে জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি জর্ডি কারডোনের। নেইমারের বিষয়ে পিএসজির সঙ্গে কোন কথা হয়নি জানিয়ে কারডোনের বলেন, এখন পর্যন্ত নেইমারের কোন বিষয়ে কথা হয়নি। এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা পরোক্ষ ভূমিকা পালনকারী। আমরা জানি যে, সে প্যারিসে সুখে নেই। আর এটা এমন একটা পরিস্থিতি যার সমাধান প্যারিসেই হওয়া দরকার। তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলিনি। দুই ক্লাবের মাঝে অনেক বেশি পারস্পরিক শ্রদ্ধা আছে। আর যদি কোন দিন এখানে নেইমারের ব্যাপার থাকে, আমরা কথা বলব। এই মুহূর্তে এটার (দলবদল) সম্ভাবনা নেই। নেইমারকে নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও আরেক উঠতি ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সিলোনা। লেফটব্যাক পজিশনে জর্ডি আলবার মতো পরীক্ষিত যোদ্ধা আছে। এরপরও একই স্থানে আরেকজনের খোঁজে মরিয়া ছিল স্প্যানিশ জায়ান্টরা। নতুন মৌসুম শুরুর আগে তাদের সেই চাহিদা মিটেছে। রিয়াল বেটিস থেকে জুনিয়র ফিরপোকে দলে ভিড়িয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ২২ বছর বয়সী এ ডিফেন্ডারকে আনতে বার্সাকে গুনতে হচ্ছে ১৮ মিলিয়ন ইউরো। সঙ্গে ১২ মিলিয়ন আনুষঙ্গিক খরচ। দলে টানার পরপরই অবশ্য রিলিজ ক্লজ বেঁধে দেয়া হয়েছে ২০০ মিলিয়ন ইউরো! নতুন মৌসুম শুরুর আগে এটি বার্সার চতুর্থ রিক্রুট। এরমধ্যে আয়াক্স থেকে ফ্রেঙ্কি ডি জং, এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এ্যান্টোনিও গ্রিজম্যান ও ব্রাজিলিয়ান গোলরক্ষক নেটোকে দলে টেনেছে ক্লাবটি।
×