ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুদা দম্পতির বিরুদ্ধে চার্জশীট অনুমোদন

প্রকাশিত: ১১:৪৭, ৬ আগস্ট ২০১৯

হুদা দম্পতির বিরুদ্ধে চার্জশীট অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ নেয়ার অভিযোগের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী এ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে চার্জশীট প্রদানে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, যমুনা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডকে নিযুক্ত করা হয়।
×