ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

প্রকাশিত: ১১:৪২, ৬ আগস্ট ২০১৯

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহার ছুটিতে সার্বক্ষণিক ব্যাংকের অটোমেটেড ট্রেলার মেশিন (এটিএম) সেবা চালু রাখাসহ পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পয়েন্ট অব সেলস (পস), ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এসব সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এটিএমের ক্ষেত্রে নির্দেশনায় বলা হয়, সার্বক্ষণিক এ সেবা নিশ্চিত করতে হবে। কোন ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুততম সময়ের মধ্যে নিরসন করতে হবে। পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানসহ অন্যান্য বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। পসের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশনা রয়েছে।
×