ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে কপারটেকের দাম বেড়েছে ৩৪৫%

প্রকাশিত: ১১:৩৯, ৬ আগস্ট ২০১৯

প্রথম দিনে কপারটেকের দাম বেড়েছে ৩৪৫%

অর্থনৈতিক রিপোর্টার ॥ অভিষেকের দিনেই পুঁজিবাজারে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৩ গুণ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন ৩০ টাকা থেকে ৪৫ টাকা ৫০ পয়সার মধ্যে। ডিএসইতে শেয়ারের ক্লোজিং মূল্য দাঁড়ায় ৪৪ টাকা ৮০ পয়সা, যা এর ইস্যু মূল্যের চেয়ে ৩৪ টাকা ৫০ পয়সা বেশি। এ হিসেবে শেয়ারটির দাম বেড়েছে ৩৪৫ শতাংশ। ডিএসইতে সোমবার কোম্পানিটির ৭৬ লাখ ২৩ হাজার শেয়ার কেনাবেচা হয়। উল্লেখ, কপারটেক ইন্ডাস্ট্রিজ অভিহিত মূল্য ১০ টাকা দরে প্রাথমিক গণপ্রস্তাবে শেয়ার ছেড়েছিল। কোম্পানিটি আইপিওতে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। বাজার থেকে পুঁজি উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধে ৬ কোটি ৫০ লাখ টাকা, প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় স্থাপনে ৬ কোটি ৫০ লাখ টাকা এবং ভবন ও সিভলি ওয়ার্কে খরচ হবে ৫ কোটি ৫০ লাখ টাকা। আইপিও ফান্ড পাওয়ার ১২ মাসের মধ্যে প্রজেক্টের কাজ শেষ করা হবে।
×