ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীর নিয়ে ইমরান খানের জরুরী বৈঠক

প্রকাশিত: ১১:৩৭, ৬ আগস্ট ২০১৯

কাশ্মীর নিয়ে ইমরান খানের জরুরী বৈঠক

কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরী বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেন। আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কাশ্মীর বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারীও বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি বসবাসরত জনগণের বিরুদ্ধে ভারতীয় সেনারা গুচ্ছবোমা ব্যবহার করেছে। এমন অভিযোগে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির এ বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বেসামরিক জনগণের ওপর গুচ্ছবোমা ব্যবহারের ঘটনায় এ বৈঠক থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। রবিবার টুইটারে দেয়া পোস্টে ইমরান খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীরে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এখন পরিস্থিতি খারাপ হয়ে পড়ার পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডে অবস্থা আরও জটিল হয়েছে। ফলে ট্রাম্পের মধ্যস্থতার জন্য এখনই সঠিক সময়। ইমরান খানের এ টুইটের ব্যাপারে অবশ্য তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা ভারতের কোন মন্তব্য পাওয়া যায়নি। -ডন ভারত ও পাকিস্তানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সীমান্তে উত্তেজনা এবং ভারত শাসিত কাশ্মীরে অবনতিশীল পরিস্থিতির মধ্যে রবিবার এ আহ্বান জানানো হয়। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় সামরিক তৎপরতা বৃদ্ধির ঘটনা জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক দলের নজরে এসেছে। পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে সেজন্য উভয়পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। এদিকে কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ সাংবিধানিক অধিকার বাতিলের আগেই রাজ্যের বহু স্থানে বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ইন্টারনেট, নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। রবিবার মধ্যরাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে শ্রীনগর জেলায়। বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার বিভিন্ন স্কুল ও কলেজ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রাবাস খালি করে ফেলারও নির্দেশনা দেয়া হয়েছে। কাশ্মীর পুলিশের দাবি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। -ডন কাশ্মীরে অতিরিক্ত আরও ৮ হাজার সৈন্য পাঠানো হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করে কেন্দ্রের অধীনে আনতে সংবিধান সংশোধনের ঘোষণা দেয়ার পর সেখানে অতিরিক্ত আরও আট হাজার সেনা মোতায়েন করছে নরেন্দ্র মোদির সরকার। সোমবার ভারতের বিভিন্ন অংশ থেকে বিমানে তাদের জম্মু ও কাশ্মীরে নেয়ার খবর পাওয়া যায়। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ পরিবহন বিমানে করে আধাসামরিক বাহিনীর ওই সদস্যদের শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত ৩৫ হাজার সেনা মোতায়েন করেল দিল্লী। এবার তাদের সঙ্গে অতিরিক্ত এই আট হাজার সেনাও যুক্ত হচ্ছে। বিশেষ মর্যাদা তুলে নেয়ায় কাশ্মীরে ব্যাপক জনরোষ দেখা দিতে পারে, এমন আশঙ্কায় রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করতে সেখানে ব্যাপক সেনা মোতায়েন করা হচ্ছে। আনন্দবাজার লিখেছে, জম্মু-কাশ্মীরের পুলিশকে অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে গুঞ্জন থাকলেও সরকার তা স্বীকার করেনি। -এনডিটিভি
×