ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বদলায়, থেকে যায় ল্যারি!

প্রকাশিত: ১১:১৮, ৬ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রী বদলায়, থেকে যায় ল্যারি!

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সময় নিয়োগ পেয়েছিল ‘ল্যারি দ্য ক্যাট’। ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ) ইস্যুর জের ধরে এরপর দেশটির প্রধানমন্ত্রী পদে তিনবার পরিবর্তন হয়। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিসভায়ও কম-বেশি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়নি শুধু ল্যারির পদে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এই কর্মীর। যার একমাত্র কাজ ইঁদুর শিকার। ‘ল্যারি দ্য ক্যাট’ ব্রিটিশ সরকারের ‘চীফ মাউসার’। অর্থাৎ ইঁদুর ধরার জন্য নিযুক্ত প্রধান বিড়াল। সদ্য সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন। সম্প্রতি গুঞ্জন ওঠে, বরিস ক্ষমতায় এসেই মের আমলের অনেককে বরখাস্ত করবেন। এ দলে ল্যারিও রয়েছে। তবে সব জল্পনা উড়িয়ে বরিস ঘোষণা দিয়েছেন, ল্যারি স্বপদেই থাকছে। সরকারপ্রধানের বাসভবনে ইঁদুর ধরতে বিড়াল নিয়োগ ব্রিটেনের শত শত বছরের পুরোনো ঐতিহ্য। তবে আনুষ্ঠানিকভাবে ‘চীফ মাউসার’ পদ সৃষ্টি করে বিড়াল নিয়োগের ঘটনা ল্যারির ক্ষেত্রেই প্রথম ঘটেছে। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ক্যামেরন সিঁড়ি ও শোবার ঘরে ইঁদুরের উৎপাতে ক্লান্ত হয়ে ল্যারিকে নিয়োগ দেন। -ইন্ডিপেন্ডেন্ট
×