ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু মুক্ত হব ॥ মেয়র খোকন

প্রকাশিত: ১১:১৬, ৬ আগস্ট ২০১৯

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু মুক্ত হব ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকা শহর ও দেশকে ডেঙ্গুর প্রকোপের বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সব সরকারী সংস্থা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কেবল এ আশা পূরণ করা সম্ভব। রবিবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ওয়ার্ড ডেঙ্গু প্রতিরোধ সেলের সমন্বয়ের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব প্রমুখ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, আমরা একটা সঙ্কটময় মুহূর্তের মধ্যে পার হচ্ছি। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় যত দ্রুত সম্ভব ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সরকারের সকল বিভাগ সকল সংস্থা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি আমাদের জনগণ ক্রমেই সচেতন হয়ে উঠছে। মেয়র বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য দুটি জিনিস জরুরী। একটি হচ্ছে সংস্থার উদ্যোগ। যদি দুর্বলতা থাকে সেটি কাটিয়ে উঠা এবং সর্বশক্তি নিয়োগ করে আমাদের মাঠ পর্যায়ে ঝাঁপিয়ে পড়া। এর সঙ্গে জনগণের সচেতনতা এবং অংশগ্রহণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। মেয়র বলেন, বিগত দিনের দিকে তাকালে বলতে পারব আজকের দিনে আমরা অনেকটাই গোছাল। আমাদের কার্যক্রমের সুফল আমাদের জনগণ দ্রুতই পেতে শুরু করবে। আমাদের আক্রান্তের সংখ্যা ২০ জুলাই থেকে শুরু হয়ে প্রথমে ৮০, এরপর ১২০, ২০০ এরপর সারাদেশে ছড়িয়ে পড়া শুরু হয়েছে।
×