ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাহাড়ী জীবন আখ্যানে উজ্জ্বল চিত্রকর্ম

প্রকাশিত: ১১:১৫, ৬ আগস্ট ২০১৯

পাহাড়ী জীবন আখ্যানে উজ্জ্বল চিত্রকর্ম

স্টাফ রিপোর্টার ॥ পাহাড়ের বাসিন্দারাই এঁকেছেন ছবিগুলো। তাই পাহাড়ী জীবনের রং ছুঁয়ে গেছে প্রতিটি ক্যানভাসে। উঠে এসেছে সেই জীবনের নানা অনুষঙ্গ। রংয়ে-রেখায় উদ্ভাসিত হয়েছে প্রকৃতির সঙ্গে পাহাড়ী জনগোষ্ঠীর সহাবস্থানের চিত্রসহ নানা বিষয়। সব মিলিয়ে ছবিগুলোর মাধ্যমে যেন প্রকাশিত হয়েছে পাহাড়ী জীবনের জয়গান। চিত্রকর্মের আশ্রয়ে ভিন্ন সংস্কৃতির সেই জীবনের দেখা-অদেখা নানা রূপের দেখা মেলে। তেমনই এক চিত্রপটে বাঁশির সুরে স্বপ্ন বোনা এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর ছবি এঁকেছেন নিকন চাকমা। মং কিউ সিন মার্মার ক্যানভাসে উদ্ভাসিত হয়েছে পাহাড়ী নারীর ফল কাঁধে ঘরে ফেরার দৃশ্যকল্প। এভাবে পাহাড়ী চিত্রকরদের ছবিতে তাদের মূর্ত হয়েছে তাদেরই যাপিত জীবন। সেখানে সংস্কৃতির সঙ্গে মিশে গেছে সংগ্রাম। শিল্পকলা একাডেমি ও বংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের আয়োজনে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২নং গ্যালারিতে শুরু হয়েলো ‘পাহাড়ের বর্ণিল সংস্কৃতি’ শীর্ষক প্রদর্শনী। এ প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়েই যাত্রা শুরু করল এথনিক আর্টিস্ট ফোরাম। প্রদর্শনীতে স্থান পেয়েছে ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীরা আঁকলেন তাদের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার অধিবাসীরা প্রকৃতি-ঘনিষ্ঠ জীবনযাপন করেন। ক্যানভাসেও উঠে এসেছে প্রকৃতির সেই উজ্জ্বলতা। উঠে এসেছে তাদের মাটি-ঘনিষ্ঠ জীবনযাপন। প্রদর্শনীতে ৪০ ক্ষুদ্র জাতিসত্তার শিল্পীর তুলিতে প্রায় ৮০ চিত্রকর্ম স্থান পেয়েছে। রয়েছে ভাস্কর্য। বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি আমাদের সংস্কৃতির তাৎপর্যপূর্ণ অংশ। বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছে না। সেগুলো সংগ্রহ করে চিত্রশিল্পে উপস্থাপনের জন্যই বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ আয়োজন। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গরহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আব হেনা মোস্তফা কামাল। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের উপদেষ্টা শিল্পী কনক চাঁপা চাকমা। শিল্পী কনক চাঁপা চাকমা জানান, পাহাড় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের নিয়ে এই ফোরাম গঠিত হয়েছেছ যতে এই শিল্পীদেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন, সংস্কৃতি ও ভাবনা ক্যানভাসে উঠে আসে। ফোরামের এই প্ল্যাটফর্মে বহুমাত্রিক সৃজনশীলতা থাকবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সৃজনশীল মানুষ তাদের সৃষ্টিকে দেশে বিদেশে তুলে ধরার সুযোগ পাবে।
×