ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফের আরেক দফা বাড়ল সোনার দাম

প্রকাশিত: ১১:০২, ৬ আগস্ট ২০১৯

ফের আরেক দফা বাড়ল সোনার দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১২ দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ১১৬ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা। সোমবার বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে গত ২৩ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিল ৫৩ হাজার ৩৬২ টাকা। বাজুসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৬৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ৫৪ হাজার ৫২৯ টাকা।
×