ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতাবিরোধীরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর ॥ কাদের

প্রকাশিত: ১১:০১, ৬ আগস্ট ২০১৯

স্বাধীনতাবিরোধীরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস শোকের মাস। এই মাস এলেই মাথাচাড়া দিয়ে ওঠে স্বাধীনতাবিরোধীরা। এরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর। তাই আগস্ট মাসে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে থাকতে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপের মধ্যে ঈদযাত্রায় প্রতিটি বাস ছাড়ার আগে মশানাশক স্প্রে করার নির্দেশ দেন তিনি। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আজহা উদযাপনে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক আছে। এবারের ঈদযাত্রায় ডেঙ্গু জ্বর উদ্বেগ বাড়িয়েছে। যারা ঈদের সময় বাড়ি যাবেন, তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এজন্য বাস টার্মিনালগুলোতে মশা মারার ওষুধ ছিটাতে হবে। এছাড়া গাড়ির ভেতরেও স্প্রে করতে হবে। প্রতিটি বাস ছাড়ার পূর্বে বাসে মশানাশক এরোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে। টার্মিনাল কর্তৃপক্ষ এবং মালিক সমিতি ইতোমধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে সভা করেছেন, পরিকল্পনা নিয়েছেন।
×