ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে রেমিটেন্স এসেছে ১৬০ কোটি ডলার

প্রকাশিত: ০৭:৪৩, ৫ আগস্ট ২০১৯

জুলাই মাসে রেমিটেন্স এসেছে ১৬০ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২ শতাংশ নগদ প্রণোদনার আশায় ব্যাপকহারে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এছাড়া কোরবানির ঈদের কারণেও পরিবার ও নিকটাত্মীয়ের কাছে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন তাঁরা। ফলে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে বড় অঙ্কের রেমিট্যান্স এসেছে, এর পরিমাণ প্রায় ১৬০ কোটি ডলার। এটি আগের মাস জুনের চেয়ে প্রায় ২৩ কোটি ডলার এবং গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের চেয়ে প্রায় ২৯ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ২০১৮-১৯ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স আসে। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের ২০১৭-১৮ অর্থবছরে রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৮ কোটি ডলার। এই হিসাবে গত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ৯ শতাংশ। এর আগে গত ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ এক হাজার ৫৩২ কোটি ডলার রেমিট্যান্স আসে।
×