ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী লন্ডন থেকে জরুরী ৭৫ ফাইল ছাড় করেছেন

প্রকাশিত: ১২:৫৩, ৫ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রী লন্ডন থেকে জরুরী  ৭৫ ফাইল  ছাড় করেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরী ৭৫ ফাইল ছাড় করেছেন। বাংলাদেশী রাষ্ট্রদূত সম্মেলন এবং অন্যান্য কর্মসূচীতে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডন গেছেন। খবর বাসসর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত জরুরী ৭৫ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ডিজিটালি ছাড় করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকালে সকল জরুরী ফাইল তার কাছে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ডিজিটালাইজেশন কার্যক্রমের সুযোগ গ্রহণ করে সে অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরী ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেন বলে সূত্র জানায়। তারা বলেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
×