ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ডেঙ্গুবিষয়ক সেমিনার

প্রকাশিত: ১০:৩১, ৫ আগস্ট ২০১৯

  জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ডেঙ্গুবিষয়ক সেমিনার

সম্প্রতি মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একাডেমিক উইং আয়োজিত ‘ডেঙ্গু : বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয়’ শীর্ষক একটি সেমিনার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে ডেঙ্গু বিষয়ে বিভিন্ন দিক ডাঃ কাজী ফারহানা মোস্তারী, ডাঃ রেজাউল হায়াত, ডাঃ খন্দকার হাফিজা খানম, ডাঃ এটিএম জাবেদ হাসান, ডাঃ রওনক জাহান এবং ডাঃ আতিয়াস পারভীন উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ডাঃ খন্দকার মাহবুবা জামিল এবং ডাঃ মোঃ আহসান উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ডাঃ সুলতান মোঃ শামসুজ্জামান এবং সভাপতিত্ব করেন ডাঃ প্রদীপ কুমার দে, হেড এমবিএল। অনুষ্ঠানটির মডারেশনের দায়িত্বে ছিলেন ইনস্টিটিউটের ড. শাহ্ মাহফুজুর রহমান। -বিজ্ঞপ্তি।
×