ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হজে যাওয়া হলো না ৩৭ জনের

প্রকাশিত: ১০:১৫, ৫ আগস্ট ২০১৯

 হজে যাওয়া  হলো না  ৩৭ জনের

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ প্রতারকের খপ্পরে পড়ে সব প্রস্তুতি সম্পন্ন করেও হজে যাওয়া হলো না পঞ্চগড়ের ৩৭ হজযাত্রীর। হজে পাঠানোর কথা বলে স্থানীয় মোয়াল্লেমসহ একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় কোটি টাকা। হজের আগ মুহূর্তে গা ঢাকা দিয়েছেন তারা। প্রতারক চক্রের হাতে পড়ে হজে যেতে না পাড়ায় দিশেহারা হয়ে পড়েন ভুক্তভোগীরা। টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। পবিত্র কাবা শরিফে চলছে মুসলিম বিশে^র সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত্র হজের শেষ সময়ের প্রস্তুতি। হজের উদ্দেশে হাজীরা এখন মক্কায় অবস্থান করছেন। অপরদিকে হজের প্রস্তুতি নিয়ে স্থানীয় মোয়াল্লেমের মাধ্যমে হজ এজেন্সির নির্ধারিত টাকা পরিশোধ করেও হজে যেতে পারছেন না পঞ্চগড়ের বিভিন্ন এলাকার ৩৭ হজযাত্রী। কেউ জমি বিক্রি করে, আবার কেউ গরু বিক্রি করে হজের জন্য টাকা জমা দিয়েছেন। কিন্তু স্থানীয় মোয়াল্লেম ওয়াছেদ আলীসহ প্রতারক চক্র তাদের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তাই প্রাক নিবন্ধন করলেও আর হজে যাওয়া হলো না তাদের। ভুক্তভোগীরা অভিযোগ করেন, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ফকিরপাড়া এলাকার মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল তাদের তাকে এটিএম ট্রাভেলস এ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিঙ্কার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে দুই লাখ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন। তাদের হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়। সেই মতো তারা হজে যাওয়ার জন্য প্রাক নিবন্ধনও করেন। কথা ছিল শেষ দিকে তাদের হজে পাঠানো হবে। মোয়াল্লেম ওয়াছেদের কথা মতো হজের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন তারা। কিন্তু শেষ দিকে এসে টালবাহানা শুরু করে ওয়াছেদ। এক পর্যায়ে গা ঢাকা দেয় ওয়াছেদসহ প্রতারক চক্রের সবাই। এতে হজের আগ মুহূর্তে দিশেহারা হয়ে পড়েন ওই ৩৭ মুসল্লি। চাহিদা মতো টাকা দিয়েও হজে যেতে না পারায় কষ্টের সীমা নেই তাদের। দিশেহারা হয়ে তারা বিভিন্ন দফতরের সহযোগিতার জন্য ঘুরছেন। ভুক্তভোগীরা তাদের টাকা উদ্ধারসহ প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে তারা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন।
×