ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বগি রেখে ২ কিমি ছেড়ে গেল পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন

প্রকাশিত: ১০:১২, ৫ আগস্ট ২০১৯

  যাত্রীবাহী বগি রেখে  ২ কিমি ছেড়ে  গেল পঞ্চগড়  এক্সপ্রেসের ইঞ্জিন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের চলন্ত বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে দুই কিলোমিটারের বেশি পথ চলে গেছে। ছুটে যাওয়া বগিগুলো ফেলে ওই পথ যাওয়ার পর টের পান ট্রেনের ইঞ্জিনচালক। পরে আবার পিছনে ফিরে সংযোগ করে পঞ্চগড়ের উদ্দেশে ছুটে চলে ট্রেনটি। রবিবার সকাল ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় রেলরুটের চিরিরবন্দর উপজেলার নবীপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এদিকে বগিগুলো খুলে যাওয়ার পর ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে যাত্রীদের সান্ত¡না দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পান ৫ শতাধিক ট্রেন যাত্রী। স্থানীয় জয়নাল আলী জানান, আমরা মাঠের মধ্যে কাজ করার সময় হঠাৎ দেখতে পাই ওই ট্রেনটির ইঞ্জিন খুলে গিয়ে দ্রুতবেগে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি পশ্চিমে দিনাজপুর-পঞ্চগড় রুটে যাচ্ছিল। আর পিছনে চলন্ত ট্রেনের বগিগুলো কিছুদূর এসে থেমে যায়। এ সময় কিছু যাত্রী চিৎকার শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফেরত এসে বগিগুলো ধীরগতিতে নিয়ে যায়। চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ইঞ্জিনটির হুকজনিত সমস্যার কারণে বগিগুলো খুলে যেতে পারে। চিরিরবন্দর রেলস্টেশনে আসার পূর্বেই ইঞ্জিনটি ফেরত গিয়ে বগিগুলো নিয়ে আবার দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়।
×