ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘উন্নত বাংলাদেশ অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে নারী’

প্রকাশিত: ১০:১২, ৫ আগস্ট ২০১৯

 ‘উন্নত বাংলাদেশ অর্জনে অগ্রণী  ভূমিকা পালন করবে নারী’

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে নারীরা। বাংলাদেশের সংবিধান নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। সরকার নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাসের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে নারী দারিদ্র্য হ্রাস করতে পেরেছে। রবিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশে অবস্থিত ইউএন এজেন্সি প্রধানদের সঙ্গে এসডিজি অর্জন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার স্বাগত বক্তব্যে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সভায় ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর, ইউএন ইউমেন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইউনিসেফ প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন), নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টোরাল প্রোগ্রামের পরিচালকসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×