ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু

প্রকাশিত: ১০:১০, ৫ আগস্ট ২০১৯

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার ও বাড্ডায় বহুতল ভবন থেকে পড়ে কিশোরসহ দুজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ৯টার দিকে বড় মগবাজার ২৪২ নম্বর বাসায় ছাদে উঠে পায়চারী করছিল তৈইফ (১৭)। হঠাৎ অনবধানবশত সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তৈইফকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম সাইফুর রহমান। নিহত তৈয়িফের চাচা টোটন হোসাইন জানান, বড় মগবাজারের ওই বাসায় পরিবারের সঙ্গে থাকত তৈয়িফ। সে মানসিক প্রতিবন্ধী। তিনি জানান, সকালে সে ছাদে হাঁটাহাঁটি করছিল। এসময় অনবধানবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এদিকে একইদিন সকাল ৬টার দিকে বাড্ডা সাতারকুল আলীনগর এলাকার একটি নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে আলেক মৃধা (৫৫) নামে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। নিহতের ছেলে বাশার মৃধা জানান, বাড্ডা সাতারকুল আলীনগর গলির শেষ মাথায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন বাবা আলোক মৃধা। সে জানায়, সকালে ওই ভবনের সাত তলায় মোটর দিয়ে পানি দিচ্ছিলেন বাবা।
×